1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

বেতন বৈষম্য

বাংলাদেশে সরকারিসহ দু-একটি ক্ষেত্র ছাড়া আর কোনো খাতে ঘোষিত বেতন কাঠামো নেই৷ বিশেষ করে কর্পোরেট খাতে কে কত বেতন পান, তা তাঁর সহকর্মীরাও জানেন না৷ তাই এখানে বেতন বৈষম্য প্রকট৷

বাংলাদেশে সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক এবং পোশাক ও শিল্প শ্রমিক ব্যতীত অন্য কোনো খাতে সরকার অনুমোদিত বেতন কাঠামো নাই৷ ব্যাংকিং সেক্টরে প্রকাশ্য বেতন কাঠামো থাকলেও তা একেক ব্যাংকে একেক রকম৷ সরকারি ব্যাংকগুলোর নিজস্ব বেতন কাঠামো আছে৷ এর বাইরে সাধারণভাবে বলা হয় কর্পোরেট স্ট্রাকচার বা বেতন কাঠামোর কথা৷ এই কাঠামো কাউকে অনেক বেতনের সুবিধা দেয় আবার কেউ কেউ হন বৈষম্যের শিকার৷

আরও প্রতিবেদন দেখান...