dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ফ্রান্স, ইটালি এবং যুক্তরাজ্যের পর ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ বড় সামরিক বাহিনী হচ্ছে জার্মানির বুন্ডেসভার৷
বুন্ডেসভারের সেনা সংখ্যা ১ লাখ ৮০ হাজারের মতো৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির সামরিক বাহিনীর অনেক নীতিতে পরিবর্তন এসেছে৷ বিদেশে ‘কমবেট ট্রুপস’ পাঠানোর বিষয়ে জার্মানি তেমন আগ্রহী নয়৷ তা সত্ত্বেও নব্বই-এর দশক থেকে বুন্ডেসভার বিশ্বের বিভিন্ন দেশে কর্মকাণ্ড পরিচালনা করেছে৷