বিহারে ভেঙে পড়লো গঙ্গার উপর তৈরি হওয়া সেতু
এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার এই সেতুভাঙলো। ২০১৪ সালে নীতীশ কুমার এই সেতুর কাজ শুরু করেছিলেন। খাগারিয়া ও সুলতানগঞ্জকে জুড়েছে এই সেতু। ২০২০ সালে এই সেতুর কাজ শেষ হওয়ার কথা ছিল।
জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ''আমরা সেতু ভাঙার খবর পেয়েছি। সেতুটিতে কাজ হচ্ছিল। সেখানে চার-পাঁচটি পিলার ভেঙে পড়ে।''
সুলতানগঞ্জের জেডিইউ বিধায়ক ললিত নারায়ণ মণ্ডল বলেছেন, আগামী নভেম্বর-ডিসেম্বরে সেতুটির উদ্বোধন হওয়ার কথা ছিল। তার আগে তা এইভাবে ভেঙে পড়লো। খুবই উদ্বেগজনক ঘটনা।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ব্রিজ তৈরির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলছেন। কেন এই ঘটনা ঘটলো তা জানতে চেয়েছেন। তবে ব্রিজ ভাঙার ফলে কেউ মারা যাননি বা আহত হননি।
স্থানীয় মানুষ যে ভিডিও তুলেছেন, তাতে দেখা যাচ্ছে, প্রথমে একদিকের চার পাঁচটি পিলার ভেঙে পড়ে। তারপর সেতুর অনেকটা অংশ গঙ্গায় ভেঙে পড়ে যায়।
মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের ছাড়া হবে না।
আর বিজেপি-র অভিযোগ, নীতীশ কুমারের আমলে বিহারে দুর্নীতির রমরমা। এই সেতু যে ভেঙে পড়লো, তার জন্যও দুর্নীতিই দায়ী। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার মতে, ''এটা ছিল দুর্নীতির সেতু।''
জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)