অসহায় মধ্যবিত্তের সহায়তায় নাফিসা
করোনায় যেসব মধ্যবিত্ত পরিবার দারিদ্রসীমার নীচে পৌঁছৈ গেছেন, তাদের অনেকের খাবার জুগিয়েছেন বাংলাদেশি তরুণী নাফিসা আনজুম খান৷ শত শত পরিবারকে যেমন তিনি সাহায্য করেছেন, তেমনি অনেককে করতে পারেননি৷ এই খাবার তিনি জোগাড় করেছেন উচ্চবিত্তের বাড়তি বাজার থেকে৷