1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিকল্পনায় ক্ষুব্ধ চীন

২৩ জুলাই ২০২১

করোনা ভাইরাসের উৎস নিয়ে তদন্তে চীনের গবেষণাগারগুলো পরীক্ষা করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এটিকে ‘বিজ্ঞানের প্রতি ঔদ্ধত্য' প্রদর্শন হিসেবে অভিহিত করে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বেইজিং৷

https://p.dw.com/p/3xu7D
China Peking | Coronavirus | Zeng Yixin, Nationale Gesundheitskommission
ছবি: Mark Schiefelbein/AP Photo/picture alliance

করোনা ভাইরাস কোথা থেকে, কীভাবে এসেছে তা নিয়ে নতুন করে অনুসন্ধান চালাতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ এরই অংশ হিসেবে গত সপ্তাহে চীনের বায়োটেক ল্যাবগুলো তদন্তের জন্য প্রতিনিধি পাঠানোর প্রস্তাব দেয় ডাব্লিউএইচও৷ প্রাথমিক তথ্য উপাত্ত হস্তান্তরসহ গবেষণাকারীদের আরো প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান  টেড্রোস আঢানোম গেব্রেয়েসুস৷ কিন্তু এই প্রস্তাবে ব্যাপক ক্ষুব্ধ হয়েছে চীন সরকার৷

বৃহস্পতিবার চীনের উপ স্বাস্থ্যমন্ত্রী ঝেং ইক্সিন সাংবাদিকদের বলেন, ডাব্লিউএইচও-এর এই পরিকল্পনায় তারা ‘চরম বিষ্মিত'৷ তিনি একে ‘সাধারণ জ্ঞানের প্রতি অসম্মান ও বিজ্ঞানের প্রতি ঔদ্ধত্য প্রদর্শন' হিসেবে অভিহিত করেন৷

করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে তৈরি  অনেকে এমন সন্দেহ প্রকাশ করলেও এখন পর্যন্ত সেটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবেই বিবেচিত হয়ে এসেছে৷ গত জানুয়ারিতে ডাব্লিউএইচও-চীনের যৌথ মিশনের প্রতিবেদনেও এই ধরনের কোন প্রমাণ হাজির করা যায়নি৷ তবে এই মিশনের কয়েকজন সদস্য অভিযোগ করেছিলেন চীন তাদের যথেষ্ট প্রবেশাধিকার দেয়নি৷ এমন প্রক্ষাপটে যুক্তরাষ্ট্র এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের বিষয়ে জোর দিয়ে আসছে৷

Weltspiegel 02.02.2021 | Serbien Belgrad | Impfstoff aus Russland & China
ছবি: Oliver Bunic/AFP/Getty Images

করোনা ভাইরাসের উদ্ভব নিয়ে অবশ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বিপরীত তত্ত্ব নিয়ে হাজির হয়েছে৷ কোন প্রমাণ ছাড়া তারা দাবি করেছে,  যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের সামরিক গবেষণার থেকেই মূলত করোনা ভাইরাসের জন্ম৷ এই বিষয়ে তদন্তের জন্য ৫০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে চীন সরকারের মুখপত্র হিসেবে পরিচিত দ্য গ্লোবাল টাইমস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে৷

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান Wendy Sherman চলতি সপ্তাহের শেষদিকে চীন সফরে যাচ্ছেন৷ এর আগে গত মে মাসে প্রেসিডেন্ট বাইডেন করোনা ভাইরাসের উৎস জানতে তদন্ত কর্মকর্তাদের ‘দ্বিগুণ' প্রয়াস চালানোর নির্দেশ দেন৷ আগামী আগস্টে জো বাইডেনের কাছে এই তদন্ত প্রতিবেদন জমা পড়ার কথা৷

এফএস/কেএম (এএফপি, এপি)