1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে সরে যাওয়ার পরিকল্পনা ট্রাম্পের

৩১ আগস্ট ২০১৮

ডাব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সংস্থাটি যুক্তরাষ্ট্রকে সঠিক মূল্যায়ন করছে না বলে দাবি করে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ পরিকল্পনার কথা জানান৷

https://p.dw.com/p/346B6
ছবি: picture-alliance/newscom/UPI Photo/K. Dietsch

সাক্ষাৎকারে তিনি জানান ‘‘বিশ্ব বাণিজ্য সংস্থা যদি যুক্তরাষ্ট্র বিষয়ে তাদের অবস্থান পরিবর্তন না করে' তাহলে তাঁর দেশ সংস্থাটি থেকে বেরিয়ে আসবে৷ 

বিশ্ব বাণিজ্য সংস্থার বিষয়ে দীর্ঘ দিন ধরেই অভিযোগ করে আসছেন ট্রাম্প৷ তাঁর দাবি, বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্র সঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না৷ এর জন্য তিনি সংস্থাটিকে দায়ী করেন৷ 

ট্রাম্প এমন এক সময়ে নিশ্ব বাণিজ্য সংস্থা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথা জানালেন যখন বিশ্বের কয়েকটি দেশ ট্রাম্পের বিরুদ্ধে ‘বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ' চালানোর অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলছে৷ 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ক্যানাডা ও চীন থেকে আসা বিভিন্ন পণ্যের উপর শুল্কারোপ করেছে, যা ইতিমধ্যে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি করেছে৷ বিভিন্ন দেশ থেকে আসা পণ্যের উপর শুল্কারোপের বিষয়টি হোয়াইট হাউসের অনেক কর্মকর্তাও ভালো চোখে দেখেননি৷ যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে সরে দাঁড়ালে বিশ্ব বাণিজ্যে চলমান অস্থিরতা আরো বাড়তে পারে৷     

আরআর/এসিবি (ডিপিএ, রয়টার্স)