1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের ১০০ ক্ষমতাশালী নারীর তালিকায় শেখ হাসিনা

১৪ ডিসেম্বর ২০১৯

সম্প্রতি প্রকাশ হয়েছে ফোর্বসের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী এমন একশ' নারীর তালিকা৷ সেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷

https://p.dw.com/p/3UnKP
Bangladesch - DW Chefredakteurin Ines Pohl, Leiterin DW-Asien Debarati Guha treffen Premierminister Sheikh Hasina in Dhaka
ছবি: DW

প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী ও পুরুষদের তালিকা প্রকাশ করে থাকে মার্কিন সংস্থা ফোর্বস৷ সেই তালিকায় জায়গা পান সাধারণত বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য ব্যক্তিত্বরা৷

২০১৯ সালে সবচেয়ে ক্ষমতাশালী নারীদের তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷

দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের কর্ণধার ক্রিসটিন লাগার্ড ও তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি৷

এশিয়া থেকে এই তালিকায় সর্বোচ্চ স্থান দখল করে ২২তম স্থানে রয়েছেন চীনের জেসিকা টান৷ এরপরেই, ২৯তম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তালিকায় থাকা একমাত্র বাংলাদেশি নারী তিনিই৷ এছাড়া ৩৪তম স্থানে রয়েছেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷

তালিকার একদম শেষে, অর্থাৎ ১০০তম স্থানে জায়গা করে নিয়েছেন ১৬ বছর বয়েসি পরিবেশকর্মী গ্রেটা থুনবের্গ৷

এসএস/কেএম (সূত্র: ফোর্বস)

গত জানুয়ারির ছবিঘরটি দেখুন...

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান