বিশ্বকাপে নজর কাড়তে পারেন যে পাঁচ নতুন
বৃহস্পতিবার ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে৷ সেখানে নজর কাড়তে পারে নতুন প্রজন্মের এমন পাঁচ ক্রিকেটারের তালিকা করেছে বার্তা সংস্থা এএফপি৷
নূর আহমেদ, আফগানিস্তান
মাত্র ১৪ বছর বয়সে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন বৈচিত্র্যময় স্কিল আর ভিন্নরকম অ্যাকশনে স্পিন বল করা নূর আহমেদ৷ এরপর গতবছর মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেন তিনি৷ আইপিএল-এ গুজরাটের হয়ে আলো ছড়িয়েছেন৷ তার সম্পর্কে তার আইডল রশিদ খান বলেন, ‘‘বাচ্চা ছেলেটা শুধু শিখতে চায়৷ আফগান ক্রিকেটের জন্য এটা বড় খবর৷’’
পাথিরানা, শ্রীলঙ্কা
লাসিথ মালিঙ্গার অবসরের পর তার মতো একজন বোলার খুঁজছিল শ্রীলঙ্কা৷ ২০ বছর বয়সি পাথিরানার মধ্যে সম্ভবত তেমন একজনকে পেয়ে গেছে লংকানরা৷ সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাংলাদেশকে ভালোই ভুগিয়েছেন এই তরুণ৷ ‘বেবি মালিঙ্গা’ সম্পর্কে শ্রীলঙ্কার কোচ বলেন, ‘‘সে খুব দ্রুত তথ্য গ্রহণ করে ম্যাচে সেটা প্রয়োগ করতে পারে৷ সে তার মতো করে করে৷’’
গুস অ্যাটকিনসন, ইংল্যান্ড
এখনও পুরো সেরে না ওঠায় জফরা আর্চারের জায়গায় ২৫ বছর বয়সি পেসার অ্যাটকিনসনকে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নেয়া হয়েছে৷ এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেলেও ঘণ্টায় প্রায় ৯৫ মাইল গতিতে বল করতে পারেন বলে অ্যাটকিনসনকে নিয়ে ইংলিশদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে৷
তেজা নিদামানুরু, নেদারল্যান্ডস
অলরাউন্ডার নিদামানুরুর জন্ম ভারতে৷ বেড়ে উঠেছেন নিউজিল্যান্ডে৷ তবে ক্রিকেট খেলার দেশ হিসেবে বেছে নিয়েছেন নেদারল্যান্ডসকে৷ গত জুনে বিশ্বকাপের বাছাইপর্বের এক ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৭৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ সেই রান তাড়া করে ডাচরাও ৩৭৪ রান তোলে৷ পরে সুপার ওভারে হেরে প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়ে ওয়েস্ট ইন্ডিজ৷ ঐ ম্যাচে ৭৬ বলে ১১১ রান করে নজর কেড়েছিলেন নিদামানুরু৷
তাওহীদ হৃদয়, বাংলাদেশ
মার্চে ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান হৃদয়৷ এরপরই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে তাকে নেয়া হয়৷ এখন পর্যন্ত ১৭টি ওডিআই খেলে পাঁচটি অর্ধশতকের দেখা পেয়েছেন৷ বাংলাদেশের সহকারী নিক পোথাস তার সম্পর্কে বলেন, ‘‘তার অনেক সম্ভাবনা ও শেখার ইচ্ছা আছে৷’’