1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপের উদ্বোধন নিয়ে জমজমাট ঢাকা

১৭ ফেব্রুয়ারি ২০১১

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধন হচ্ছে বাংলাদেশে৷ আর একটু পরেই নবপ্রযুক্তির মিশ্রণে তারকাখচিত এক অনন্য উদ্বোধনী অনুষ্ঠান উপহার দেবে ঢাকা৷ চলছে জোর প্রস্তুতি৷

https://p.dw.com/p/10IFu

ইতিমধ্যে বাংলাদেশ সরকার সব কলকারখানা, অফিস-আদালত আজ একটু আগেই বন্ধের নির্দেশ দিয়েছে৷ উদ্দেশ্যে সব নাগরিক যেন উপভোগ করতে পারে ভিন্ন এই আয়োজন৷ যেখানে বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা হচ্ছে৷ থাকছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' থেকে ‘জয় বাংলা বাংলার জয়' পর্যন্ত নানা সংগীতের সঙ্গে প্রযুক্তির মিশ্রণে ভিন্ন এক পরিবেশনা৷

শুধু বাংলাই নয়, হিন্দি ও সিংহলি এবং ইংরেজি ভাষায় থাকবে বিভিন্ন উপস্থাপনা৷ আয়োজক অন্যান্য দেশ নির্দিষ্ট সময়ে নিজেদের ঐতিহ্য মেলে ধরার সুযোগ পাচ্ছে এই আয়োজনে৷

উদ্বোধনী অনুষ্ঠানে রিকশাও পাবে স্বীকৃতি৷ বিশ্বকাপে অংশ নেওয়া ১৪ দলের অধিনায়করা মাঠে প্রবেশ করবেন রিকশায় চড়ে, এমনটাই জানিয়েছে গণমাধ্যম৷ সবমিলিয়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এখন সাজ সাজ রব৷

তবে বিশ্বকাপ উপলক্ষ্যে আগত অতিথিদের যোগাযোগের কোন বিশেষ ব্যবস্থা করা হয়নি৷ তাই বাদুড় ঝোলা হয়ে বিদেশি অতিথিদের বাসে চড়তে দেখতে হতে পারে এবার৷ গণমাধ্যমগুলো সেই আশঙ্কাই প্রকাশ করছে৷ বিশ্বকাপ কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা অবশ্য বেশ কড়া৷

উল্লেখ্য, আইসিসি বিশ্বকাপ ২০১১ যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ, ভারত এবং শ্রীলংকা৷ তিন দেশের এক দশমিক তিন বিলিয়ন মানুষের জন্য এক বড় উৎসবের উপলক্ষ্য এই বিশ্বকাপ৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন