1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশুদ্ধ পানির জন্য বিস্কুট বিক্রি

১৩ জুন ২০১৯

যুক্তরাষ্ট্রের ১০ বছরের এক শিশু আফ্রিকার শিশুদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে বিস্কুট আর হ্যান্ডব্যাগ বিক্রি করে প্রায় ২৬ হাজার ডলার সংগ্রহ করেছে৷ তহবিল বাড়াতে এবার সে বইও লিখেছে৷

https://p.dw.com/p/3KJnw
Symbolbild Wasserglas
ছবি: Colourbox/Haivoronska_Y

সয়ার অ্যান্ডারসন নামে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটার এই শিশু তার বাবার কাছ থেকে আফ্রিকার শিশুদের কষ্টের কথা প্রথম জানতে পারে৷ সয়ারের বাবা মার্ক অ্যান্ডারসন একবার জাম্বিয়ায় মিশনে গিয়েছিলেন৷ সেখানে গিয়ে তিনি বিশুদ্ধ পানির জন্য সেখানকার শিশুদের কষ্ট দেখেছেন৷ ব্রায়ান নামে ১০ বছরের এক শিশু বিশুদ্ধ পানি সংগ্রহ করতে গিয়ে সাপের কাপড় খেয়েছিল৷ ফলে তার হাত কেটে ফেলতে হয়েছে৷ এছাড়া ব্রায়ানের বোন কুয়ায় পড়ে গিয়ে মারা গেছে৷

বাবার মুখে এসব শুনে সয়ার আফ্রিকার শিশুদের জন্য কিছু করতে চেয়েছে৷ প্রথমে সে দাদির বানানো বিস্কুট বিক্রি শুরু করে৷ সেই অর্থ দিয়ে আফ্রিকায় পানির কুয়া তৈরির পরিকল্পনা ছিল তার৷ সয়ারের এই উদ্যোগের খবর চারদিকে ছড়িয়ে পড়লে অনেকেই বিস্কুট না কিনেই অর্থ সহায়তা দেয়া শুরু করে৷

মানুষের কাছ থেকে এমন সাড়া পেয়ে সয়ার আফ্রিকার কাপড় দিয়ে হ্যান্ডব্যাগ নকশা করা শুরু করে৷ প্রতিটি ব্যাগ সে ৫০ ডলারে বিক্রি করে৷ এই অর্থ দিয়ে একজন মানুষের সারা জীবনের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সম্ভব বলে জানান সয়ারের বাবা মার্ক অ্যান্ডারসন৷ ‘‘একটি ব্যাগ একটি জীবন রক্ষা করে,'' বলেন তিনি৷ ‘‘এটা এমনই শক্তিশালী এক ব্যাপার,'' যোগ করেন সয়ারের বাবা৷

বিস্কুট আর হ্যান্ডব্যাগ বিক্রির পর এবার একটি বই লিখেছে সয়ার৷ ‘ওয়াটার ওয়ার্কস' নামের বইয়ে আফ্রিকার শিশুদের কষ্টের কথা লিখেছে সে৷ বইয়ের গল্পগুলো বাস্তব ঘটনার ভিত্তিতে লেখা৷

বইয়ের দাম রাখা হয়েছে ১০ ডলার৷ বই বিক্রির অর্থ দিয়ে আফ্রিকায় কুয়া বানানো হবে৷

জেডএইচ/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য