1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত বনধ

৩১ মে ২০১২

পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিজেপি ও বামদলের ডাকা ভারত বনধে মিশ্র সাড়া পাওয়া গেছে৷ রেল-সড়ক অবরোধ, ইট পাটকেল ছোঁড়া, আগুন লাগানো ইত্যাদির মত বিক্ষিপ্ত ঘটনায় বিভিন্ন রাজ্যে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়৷

https://p.dw.com/p/155Od
ছবি: AP

পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও বাম দলের ডাকা ১২ ঘণ্টার ভারত বনধে গোটা দেশে মিশ্র সাড়া পাওয়া গেছে৷ সবথেকে বেশি প্রভাব পড়ে বিজেপি ও তার শরিক দল শাসিত রাজ্যগুলিতে৷ উত্তর ও পশ্চিম ভারতেও বনধের প্রভাবে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত৷ তবে রেল ও সড়ক অবরোধ, পাথর ছোঁড়া, টায়ার পোড়ানো ছাড়া বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷

রাজধানী দিল্লিতে যানবাহন মোটামুটি চলেছে৷ তবে চলেনি ট্যাক্সি ও অটোরিক্সা৷ দিল্লির বিভিন্ন স্থানে বনধ সমর্থকরা পিকেটিং করে৷ দোকানপাট বেশিরভাগ বন্ধ৷ মোতায়েন করা হয় বাড়তি পুলিশ৷ দিল্লির আশপাশ এলাকাতেও হরতালের প্রভাব পড়ে৷ পেট্রোলের দাম বাড়ানোর প্রতিবাদ কর্মসূচিতে আজ দিল্লিতে গ্রেপ্তার হন বাম দলের নেতা প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, এ.বি বর্ধন, ডি.রাজা৷

Indien Streik gegen Ölpreise in New Delhi
ছবি: dapd

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বই-এ বিজেপি ও শিবসেনা প্রভাবিত এলাকায় বনধ সর্বাত্মক৷ মহারাষ্ট্রে পুলিশ আটক করে ১,৭০০ বনধ সমর্থককে৷ পাঞ্জাবে বিজেপি শরিক দল শিরোমণি আকালি দল কর্মীরা বনধ সমর্থনে রাস্তায় নামে৷ দিল্লি-চন্ডিগড়গামী ট্রেন অববোধ করা হয়৷

পশ্চিমবঙ্গে আংশিক সাড়া পাওয়া গেছে৷ রেল লাইন অবরোধ, পিকেটিং, কিছু দোকানপাট বন্ধ থাকে, যানবাহন কম চলেছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের শরিক দল হলেও পেট্রোলের দাম বাড়ার প্রতিবাদে রাস্তায় নামেন কয়েকদিন আগে৷ কিন্তু একই ইস্যুতে বাম ও বিজেপির ডাকা হরতালের বিরোধিতা করেন তিনি৷ সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা দেবার ফতোয়া দেন৷ ইউনিয়ন নেতাদের কাছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা৷

বিহারেও ট্রেন অববোধ করে বনধ সমর্থকরা৷ কলকাতাগামী বহু যাত্রী আটকা পড়েছেন৷ বিহারে গ্রেপ্তার হন সংযুক্ত জনতা দল ও বিজেপি নেতারা৷ হরতালের ব্যাপক প্রভাব পড়ে বিজেপি শাসিত কর্ণাটক এবং বাম শাসিত রাজ্য ত্রিপুরায়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য