সস্তা চাটুকারিতা
‘সবসময় কাজের কথা আগে’– এভাবেই বেশি পরিচিত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ ফলে সস্তা চাটুকারিতায় তিনি খুশি হবেন, এমনটা ধরে না নেয়াই ভালো৷ কিন্তু তাঁর সেনেগাল সফরে ঘটল ঠিক এমন ঘটনাই৷ স্বাগত জানাতে গিয়ে গান গাওয়া হলো পপ গান, ‘শ্যোনে মাইড, হাস্ট ডু হয়টে ফ্যুর মিশ সাইট’, যার অর্থ, ‘সুন্দরী নারী, আজ কি তোমার আমার জন্য কিছু সময় হবে?’