বিন লাদেনের ছেলের ফ্রান্সে ফেরায় নিষেধাজ্ঞা
৯ অক্টোবর ২০২৪ফ্রান্সের নরম্যান্ডির এক গ্রামে বেশ কয়েক বছর বাস করেছেন লাদেনের ছেলে ওমর বিনলাদিন৷ সেখানে তিনি প্রকৃতির ছবি আঁকতেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷
জাতীয় নিরাপত্তার কথা ভেবে বিনলাদিনকে ফ্রান্স থেকে ডিপোর্ট বা বের করে দেওয়া হয়েছিল৷ এরপর বিচার বিভাগ তাকে বের করে দেওয়ার এই সিদ্ধান্তটির আইনি বৈধতা দেয়৷ এবং তারপর বিনলাদিনের ফ্রান্সে ফেরার উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত নথিতে সই করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটাইও৷ এক্স-এ এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি৷ ‘‘অর্ন অঞ্চলে একজন ব্রিটিশ নাগরিকের স্বামী হিসেবে কয়েক বছর বসবাস করা বিনলাদিন সন্ত্রাসবাদকে সমর্থন করে ২০২৩ সালে তার সামাজিক মাধ্যমে মন্তব্য করেছিলেন,’’ বলে এক্স-এ লিখেছেন রেটাইও৷
তবে বিনলাদিনকে কবে এবং কোথায় ডিপোর্ট করা হয়েছে তা জানাননি তিনি৷
মন্তব্যের জন্য বিনলাদিনের কাছে পৌঁছতে পারেনি রয়টার্স৷
বিনলাদিনকে পেইন্টিং বিক্রিতে সহায়তা করা প্যাসকেল মার্টিন বলেন, ইসলামিস্ট মতাদর্শের বিরোধী ছিলেন বিনলাদিন৷ তিনি পেইন্টিং বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং কর দিতেন বলেও জানান মার্টিন৷ তিনি বলেন, বিনলাদিন এখন কাতারে আছেন৷ ‘‘আমরা বন্ধু হয়ে গিয়েছিলাম এবং আমি আপনাকে বলতে পারি, যা বলা হচ্ছে সেগুলো আমার চেনা ওমরের সঙ্গে মেলে না,’’ রয়টার্সকে বলেন মার্টিন৷
ফ্রান্সের স্থানীয় সাপ্তাহিক পত্রিকা লে পিবিক্যাটা লিবা জানিয়েছে, তার বাবার জন্মদিনে পোস্ট দিয়ে ফ্রেঞ্চ কর্তৃপক্ষের নজরে পড়েছিলেন বিনলাদিন৷
২০১১ সালে ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী৷
রয়টার্স বিনলাদিনের ঐ পোস্ট চিহ্নিত করতে পারেনি৷
মার্টিন জানান, বিনলাদিন তার বন্ধুদের বলেছিলেন, তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল৷
২০২৩ সালের জুলাই মাসে বিনলাদিনকে খুঁজতে পুলিশ নরম্যান্ডির ডমফো গ্রামে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয় ঐ পত্রিকা৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)