1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশ থেকে এবারও হজে যেতে মানা

১২ জুন ২০২১

করোনা ভাইরাস মহামারির মধ্যে টানা দ্বিতীয়বারের মতো হজ পালন শুধু নাগরিক ও বাসিন্দাদের মধ্যে সীমিত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব৷ যে কারণে বিদেশ থেকে কেউ হজ পালনের জন্য যেতে পারবেন না৷

https://p.dw.com/p/3uniQ
টানা দ্বিতীয়বারের মতো হজ পালন শুধু নাগরিক ও বাসিন্দাদের মধ্যে সীমিত রাখার ঘোষণা দিয়েছে সৌদি আরব৷
ছবি: Reuters/Saudi Ministry of Media

শনিবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ প্রকাশিত খবরে বলা হয়েছে, এ বছর সর্বোচ্চ ৬০ হাজার মানুষ হজ পালনের অনুমতি পাবেন৷ অংশ নিতে পারবেন শুধু সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতরা৷

পাশাপাশি হজপালনে ইচ্ছুকদের হতে হবে ১৮ থেকে ৬৫ বছর বয়সি এবং করোনার টিকাপ্রাপ্ত৷ হজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিবৃতির সূত্রে এই তথ্য জানিয়েছে এসপিএ৷

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‘করোনার অনিশ্চয়তার মধ্যে হজের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ টিকা সহজলভ্য হলেও ভাইরাসটি নিয়ে এখনও অনিশ্চয়তা আছে এবং কিছু দেশে কোভিডে আক্রান্তের সংখ্যা এখনও মারাত্মক৷ সেই সঙ্গে ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে নতুন ঝুঁকি তৈরি হয়েছে৷ এসব কারণে হজ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’’

এদিকে, সৌদি সরকার এই তথ্য বাংলাদেশকেও জানিয়ে দিয়েছে৷ ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সৌদি আরব সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ হতে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না।’’

বাংলাদেশ থেকে প্রায় ৬৪ হাজার মানুষ হজে যেতে নিবন্ধন করেছিলেন৷

করোনার আগে স্বাভাবিক সময়ে প্রতি বছর ২৫ লাখ মানুষ মুসলমানদের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ পালন করতেন৷ উমরাহ ও হজ মিলিয়ে সৌদি আরবের বার্ষিক আয় ১২০০ কোটি ডলার প্রায়৷

এফএস/এআই (রয়টার্স, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান