বিদায় ২০১০, স্বাগতম ২০১১ | পাঠক ভাবনা | DW | 31.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বিদায় ২০১০, স্বাগতম ২০১১

পুরাতনের সকল জীর্ণতা মুছে ফেলে আসুন নতুন বছরকে স্বাগত জানাই৷ ২০১১ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি - এই কামনা করছি৷ মোঃ সাইফুল ইসলাম, চাঁদনী বাজার, বগুড়া৷

default

শুভ ইংরেজি নববর্ষ৷ ২০১১ সবার জন্য বয়ে আনুক সুখ আর শান্তি৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলের সবার জন্য নববর্ষের শুভেচ্ছা৷ মোঃ হোসেন মুসা, শীবপুর, নরসিংদী৷

চলুন ভুলে যাই পূর্বের সমস্ত দুঃখ, দেখি নতুন স্বপ্ন৷ ২০১১ হোক যুদ্ধমুক্ত শান্তির পৃথিবী৷ ২০১০ এ আপনাদের সাথে তেমন যোগাযোগ রাখতে পারিনি, আশা করছি ২০১১ তে যোগাযোগ আরো বাড়বে৷ মোঃ সালাউদ্দিন ডলার, গ্লোবাল ডয়চে ভেলে ফ্যান ক্লাব, চৌমুহনী, মতিহার, রাজশাহী৷

২০১১ পূর্ণ হোক শান্তি আর সাফল্যে৷ একেএম নুরুজ্জামান, সিরইল, ঘোড়ামারা, রাজশাহী৷

শুভ নববর্ষ৷ বিএম ফয়সাল, সুলতান শাহী, গোপালগঞ্জ৷

২০১০ ডয়চে ভেলে শ্রোতাদের জন্য যেমন ছিলো দুঃখের তেমনি ছিলো আনন্দের৷ এপ্রিলে শুরু হলো এফএম সম্প্রচার আর অক্টোবরে বন্ধ হলো শর্টওয়েভ অনুষ্ঠান প্রচার৷ এফএম চালু করায় নতুন বন্ধুর সংখ্যা বেড়ে গেলো আর পুরাতন বন্ধুরা দুঃখ পেলো৷ নাজমুল, গাইবান্ধা৷

নতুন বছর আপনাদের সকলের জন্য আনন্দের বার্তা বয়ে আনুক, হোক শান্তিময়৷ বিউটি মন্ডল, হরহরিয়া, ইসলামপুর, মুর্শিদাবাদ, ভারত৷

সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইলো৷ মাহফজুর রহমান, ঝাকুনীপাড়া, কুমিল্লা৷

ডয়চে ভেলের সকল বন্ধুদের জন্য ২০১১ সালের শুভেচ্ছা ৷ সবাই আমার জন্য এবং প্রিয় বাংলাদেশের জন্য দোয়া করবেন৷ ফাহমিদা তরফদার, সিলেট৷

ডয়চে ভেলে পরিবারের সকলকে জানাই হৃদয়ের অন্তস্থল থেকে নববর্ষের শুভেচ্ছা৷ চৈতালী ও ডা. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

নতুন বছরের শুভেচ্ছা রইলো৷ সিরাজুল ইসলাম, ফরিদপুর, মুর্শিদাবাদ৷

দেখতে দেখতে শেষ হয়ে গেল ২০১০ সাল এবং সেই সাথে আগমন ২০১১৷ সারা বছর মানুষের অনেক চাওয়া-পাওয়ার হিসাবের মধ্যে হয়ত কারো আশা পূর্ণ হয়েছে আবার কেউ নিরাশ হয়েছে৷ তবুও মানুষ কিছু পাওয়ার আশায় অপেক্ষায় থাকে আগামীর দিনগুলোর জন্য৷ ২০১১ সালে ডয়চে ভেলের সকল শ্রোতাবন্ধুদের যেন সকল আশা পূর্ণ হয় এবং বিশ্ব যেন স্থিতিশীল পরিস্থিতিতে থাকে এই প্রত্যাশা করছি৷ ডয়চে ভেলে দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাস, বাংলা বিভাগের সকল কর্মী, সকল শ্রোতাবন্ধু ও ওয়েবসাইট ভিজিটরকে জানাই আমাদের ডয়চে ভেলে এফএম লিসেনার্স অ্যাসোসিয়েশন এবং সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে ইংরেজি নববর্ষ-২০১১ এর শুভেচ্ছা৷ ২০১১ সাল সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও আনন্দ৷ শুভ বিদায় ২০১০ সালকে৷

নববর্ষের শুভেচ্ছাসহ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, শহিদুল কায়সার লিমন, আনোয়ারা বেগম, তাছলিমা বেগম, শাহাদাত হোসেন, মুছলিমা বেগম, আব্দুর রাজ্জাক, জোবেদা রিনা,উম্মে সালমা মাছুমা, লিয়াকত আলী, হাজেরা বেগম, রফিকুল ইসলাম, আয়েশা বেগম, শাওন খান, আসিফুল ইসলাম রাতুল, বাড়ি ৩৩৬, সেকশন-৭, রোড-২, মিরপুর, ঢাকা৷

নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে৷ মোঃ মিজানুর রহমান, সিরাজগঞ্জ৷

নতুন বছরে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো৷ ডা.বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রানী ঘোষ, কপিলমুনি, খুলনা৷

ডয়চে ভেলের সকলকে ২০১১ সালের শুভেচ্ছা জানাই৷ এমএ রশীদ চৌধুরী, কুষ্টিয়া৷

অনুষ্ঠান প্রযোজক, সম্পাদক, শ্রোতা - সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি৷ হ্যাপি নিউ ইয়ার ২০১১৷ রফি মোঃ নাজমুস সাদাত, শ্রীরামপুর, নাচোল, চাপাই নবাবগঞ্জ, বাংলাদেশ৷

নববর্ষ উপলক্ষে আরো শুভেচ্ছা জানিয়েছেন,

মোখলেসুর রহমান, কুষ্টিয়া, দেওয়ান রফিকুল ইসলান রানা, নওগাঁ, সুনীল বরণ দাস, পানপাড়া, নদীয়া৷ সাজ্জাদ হোসেন রিজু, ঝিনাইদহ থেকে৷

আমাদের সবার পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷ আর সারা বছর আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ৷

সংকলক: নুরুননাহার সাত্তার