1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিনিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে দুদকের মামলা

৩১ জুলাই ২০২০

‘অসাধু উপায়ে' সম্পদ অর্জনের অভিযোগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন৷ শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন তৌফিক ইমরোজ খালিদী৷

https://p.dw.com/p/3gDOK
Bangladesch Toufique Imrose Khalidi BDNEWS24.com
ছবি: Mostafiz Mamun

দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বৃহস্পতিবার কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ এই মামলা দায়ের করেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭ (১) ধারায় এ মামলা দায়ের করা হয়েছে৷ মামলার এজাহারে বলা হয়েছে,তৌফিক ইমরোজ খালিদীচারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার ‘বৈধ কোনো উৎস' দুদক পায়নি।

এছাড়া, ‘ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে' ওই অর্থ অর্জন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে মামলায়।

গতবছরের শেষ দিকে অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এলআর গ্লোবাল বাংলাদেশের কাছ থেকে ৫০ কোটি টাকা বিনিয়োগ পাওয়ার তথ্য প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ এর সপ্তাহ দুই পরই দুদকের এই অনুসন্ধান শুরু হয়৷ এর প্রায় সাড়ে আট মাস পর দায়ের করা মামলায় বিনিয়োগের ওই টাকাই ‘অবৈধ প্রক্রিয়ায়' অর্জন করা হয়েছে বলে অভিযোগ দুদকের।

শুরু থেকেই অবশ্য এ অভিযোগ অস্বীকার করে এসেছেন বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদমাধ্যমটির প্রধান সম্পাদক। মামলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমি শুধু আশা করতে পারি, বিচারিক প্রক্রিয়াকে সঠিকভাবে চলতে দেওয়া হবে। আমরা সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হবো, এ বিষয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।”

ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশের আদালত ২৩ অগাস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রেখেছে বলে জানিয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

এডিকে/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)