1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Bangladesh: Polls close in first election for 7 years

সমীর কুমার দে/আরাফাতুল ইসলাম২৯ ডিসেম্বর ২০০৮

ঘড়িঁর কাটায় ঠিক চারটা বাজার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে ৩৫ হাজার ভোটকেন্দ্রের সদর দরজা৷ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ৷ নির্বাচন কমিশন আশা করছে মোট ভোটারের ৭০ শতাংশ ভোট দিয়েছে৷ কমিশন সচিব হুমায়ুন কবির জানিয়েছেন এই তথ্য৷

https://p.dw.com/p/GOcx
ভোট দিচ্ছেন ১০৩ বছর বয়স্ক ফেকু মিয়া৷ছবি: Mustafiz Mamun

প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা সাংবাদিকদের বলেছেন, দুপুরের মধ্যেই অর্ধেক ভোট কাস্ট হয়েছে৷ বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখার পর মুন্সিগঞ্জে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন৷ তবে কোন কোন কেন্দ্রে দুপুরের মধ্যেই ৭০ শতাংশ করে ভোট কাস্ট হয়েছে বলে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার৷

Bangladesch Wahlen 2008
অনেক ভোটারই জাতীয় পরিচয়পত্র থাকার পরও ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে৷ ভোটার লিস্টে খুঁজে পাওয়া যায়নি তাদের নাম৷ছবি: Mustafiz Mamun

নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির জানান, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে৷ নির্বাচনের সময়সীমা শেষ হওয়ার দুই ঘন্টা আগেই ৬০ শতাংশ ভোট পড়েছে৷ এবার নির্বাচনে ভোটারের অংশগ্রহণ বেশি৷

বেলা ১টা বাজার আগেই অধিকাংশ কেন্দ্রে অর্ধেকের বেশি ভোট কাস্ট হয়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা জানান৷ তবে এবার ব্যতিক্রম ছিল মহিলাদের লম্বা লাইন৷ কারো চোখে মুখে ছিল না আতংকের ছাপ৷ সবাই স্বচ্ছন্দে ভোট দিয়েছেন৷ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন৷

মিরপুরের হাজী আশরাফ আলী হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসা গৃহবধূ আফরোজা খানম জানালেন, ‘এবার কোন সমস্যা নেই৷ তাদের কেউ হুমকি ধামকি দেয়নি৷ ইচ্ছেমত পছন্দের প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন৷'

তবে অনেক ভোটারই জাতীয় পরিচয়পত্র থাকার পরও ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে৷ ভোটার লিস্টে খুঁজে পাওয়া যায়নি তাদের নাম৷ ভোট দিতে না পারা লোকজন ঢাকা ও নারায়নগঞ্জে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে৷

বিচ্ছিন্নভাবে দু'একটি জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে৷ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার (জামালপুর-১) রবিয়ারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুই গ্রামের মধ্যে৷ সকাল ১০টার দিকে প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল বলে স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন৷ তবে বকশীগঞ্জের ইউএনও জাকির হোসেন সংঘর্ষের কথা স্বীকার করে টেলিফোনে ডয়চে ভেলেকে বলেছেন, ভোট গ্রহণ এক মিনিটের জন্যও বন্ধ ছিল না৷ সংঘর্ষ বাইরে হয়েছে৷ ফলে ভোট গ্রহণে কোন সমস্যার সৃষ্টি হয়নি বলে জানান তিনি৷

মাদারীপুরের মতলবের কাশিমপুর থেকে নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার সময় প্রতিপক্ষের কিছু লোকজন সাবেক শিক্ষা প্রতিন্ত্রী এহসানুল হক মিলনের গাড়িতে হামলা চালায়৷ এতে মিলনের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে তিনি অক্ষত রয়েছেন৷ এহসানুল হক মিলন স্থানীয় সাংবাদিকদের বলেছেন, আমাকে হত্যা করার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে৷

মাদারীপুরের কালকিনি উপজেলার (মাদারীপুর-৩) কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থকদের হামলায় একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলের রিপোর্টার সহ অন্তত ১০ জন আহত হয়েছেন৷

সাতক্ষীরায় চারদলীয় জোট প্রার্থীর পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করায় একটি বেসরকারী টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে বেশ কিছুক্ষণ আটকে রেখেছিলেন প্রিজাইডিং অফিসার৷

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভূমিকা নিরপেক্ষ ছিল বলেই প্রকাশ৷ অবশ্য দু'একটি জায়গায় বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য