আপনার জন্য সেবার মান আরও উন্নত করতে আমরা কুকি ব্যবহার করি৷ এ সম্পর্কিত আরও তথ্য পাওয়া যাবে আমাদের গোপনীয়তা নীতিতে৷
বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ডয়চে ভেলের বিশেষ আয়োজন
বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে একটি পরিচিত কথা৷ বলা হয়ে থাকে, এই সংস্কৃতির কারণেই এখানে অপরাধীরা বেপরোয়া৷ তারা আইনকে গুরুত্ব দেয় না, অপরাধ করতে ভয় পায় না৷ তারা মনে করে অপরাধ করে পার পাওয়া যায়৷
নুসরাতের মায়ের মতো ডয়চে ভেলের অনেক পাঠকও নুসরাতের হত্যাকারীর বিচারের দাবি করেছেন৷ তবে এই দাবি পূরণ হবে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তাঁরা ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷
বিচারহীনতার সংস্কৃতি থেকে বিশ্বকে বেরিয়ে আসতে হলে একাত্তরে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, তার আন্তর্জাতিক স্বীকৃতি ও দোষীদের বিচারের আওতায় আনতে হবে বলে মনে করেন দেশি ও বিদেশি বিশ্লেষক ও কর্মীরা৷
বেশ কিছু দিন করেই বাংলাদেশে ‘টক অফ দ্য কান্ট্রি' আইন, বিচার ও আদালত৷ কখনও ৫৭ ধারা, কখনও বিচারহীনতার সংস্কৃতি, আবার কখনও আদালতের রায় – কোনো না কোনোভাবে আলোচনায় ঘুরে ফিরে আসছে বাংলাদেশের বিচারব্যবস্থা৷
বগুড়ায় ধর্ষণের পর মা-মেয়েকে নির্যাতনের ঘটনায় ফুঁসছে বাংলাদেশ৷ একের পর এক এমন ঘটনায় রাস্তায় আন্দোলনের আহ্বান জানাচ্ছেন অনেকেই৷ আসামিরা গ্রেপ্তার হয়েছেন ঠিকই৷ কিন্তু বিচার হবে কিনা, সে নিয়েও সংশয়ের কথা জানাচ্ছেন কেউ কেউ৷
নাৎসি আমলের অভিজ্ঞতাই তার কারণ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও ‘ডি-নাৎসিফিকেশন’ বা দেশকে নাৎসি-মুক্ত করার প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি৷ জার্মান মানসে ও অবচেতনে তার গভীর দাগ মিটতে বহু দশক লেগে গেছে৷
কথায় বলে, ‘পাপ বাপকেও ছাড়ে না৷’ বহু আগেই অন্যায়কারীকে প্রশ্রয় এবং বাহবা দিয়ে অবিচারের পথ ধরা বাংলাদেশে এখন বিচারহীনতাই নাকি সংস্কৃতি৷ এই সংস্কৃতির ভিত্তিমূলে আছে এক ‘জাতীয় পাপ৷’ সেই পাপ যেন কিছুতেই ছাড়ছে না৷
ইতিহাসবিদ ড: মুনতাসির মামুন মনে করেন, বিচারহীনতার সংস্কৃতিতে বাংলাদেশের পরিস্থিতি হতাশাজনক৷ তিনি বলেন, পাশ্চাত্যে নৈতিকতা নিজের থেকেই চলে আসে৷ বাংলাদেশও সেটার জন্য অপেক্ষা করতে পারে৷
‘বিচারহীনতার সংস্কৃতি’ বাংলাদেশে এখন একটি অতি উচ্চারিত শব্দযুগল৷ বিচার হচ্ছে না কিংবা বিচারের অপেক্ষায় আছে এমন কয়েকটি ঘটনার উল্লেখ থাকছে ছবিঘরে৷
৬০ ঘণ্টার ব্যবধানে আরো পাঁচজনকে হত্যা করা হয়েছে৷ তাঁদের অন্তত চারজন যে উগ্রবাদীদের হাতে নিহত হয়েছেন, তা নিশ্চিত৷ কলাবাগানে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে এলজিবিটি ম্যাগাজিন রূপবানের সম্পদক জুলহাস মান্নানসহ দু'জনকে৷
আজ থেকে ঠিক চার বছর আগে ঢাকায় দু'জন মানুষকে খুন করা হয়৷ লম্বা সময় নিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে তাঁদের হত্যা করা হয় রাজধানীর একটা বহুতল ভবনের এক রুমে৷ ভবনটিতে আরো অনেক মানুষ ছিল৷ ছিল খুনিদের ফেলে যাওয়া নানা ছাপও৷
বিচারহীনতার সংস্কৃতি যেন নারীকে দিন দিন নিরাপত্তাহীন করে তুলছে৷ প্রতিনিয়ত শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণের ঘটনা ঘটলেও অপরাধীরা শাস্তি পাচ্ছে না৷ তদন্তে ঢিলেমি করা হচ্ছে৷ আবার তদন্ত শেষ হলেও বিলম্ব হচ্ছে বিচার৷