1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইরান

কুর্দি যোদ্ধাদের ঘাঁটিতে ইরানের হামলা

২৭ সেপ্টেম্বর ২০২২

ইরান মনে করে মাহসা আমিনি হত্যার বিরুদ্ধে চলমান বিক্ষোভে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা ইন্ধন দিচ্ছে৷ তাই ইরাকের উত্তরাঞ্চলের ঘাঁটিতে আবার হামলা চালিয়েছে রেভোল্যুশনারি গার্ড৷

https://p.dw.com/p/4HOnL
Mural für Masha Amini
চলছে মাহসা আমিনি হত্যার প্রতিবাদে দেয়াল লিখনছবি: Boris Roessler/dpa/picture alliance

মাহসা আমিনি হত্যার প্রতিবাদে এখনো বিক্ষোভ চলছে ইরানে৷ বিশ্বের অনেক দেশেই ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভ৷ ইরানে প্রতিদিন বাড়ছে গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীর সংখ্যা৷ আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় আহত, নিহতও হচ্ছেন অনেকে৷ নরওয়েভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা আইএইচআর-এর তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৭০ জন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন৷

এদিকে মাহসা আমিনি হত্যা ও হত্যার প্রতিবাদকারীদের ওপর সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে অনেক দেশ৷ সোমবার বার্লিনে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে কড়া ভাষায় নিন্দা জানায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়৷ ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাহসা আমিনি হত্যা এবং বিক্ষোভকারীদের ওপর হামলার যতটা কঠোর নিন্দা জানানো সম্ভব, ততটাই নিন্দা জানাচ্ছে তারা৷

তবে ইরান সরকার মনে করে, বিক্ষোভ এবং বিক্ষোভ দমন তাদের অভ্যন্তরীণ বিষয়৷ রবিবার ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলি ইরানে অহিংস বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক শক্তি প্রয়োগের নিন্দা জানান৷ পরের দিনই তার জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দাঙ্গাবাজদের সমর্থন করছে৷

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও একই বক্তব্য ইরানের৷ সোমবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

পররাষ্ট্র মন্ত্রণালয় যখন নিন্দার জবাব দেয়ায় ব্যস্ত, তখন ইরানের রেভোল্যুশনারি গার্ড বাহিনী ব্যস্ত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি ধ্বংস করায়৷ ইরান সরকার মাহসা আমিনি হত্যার প্রতিবাদ শুরুর পর থেকেই বলছে, বিক্ষোভে শুধু সমর্থনই নয়, বিক্ষোভকারীদের অস্ত্রও দিচ্ছে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা৷

তাই শনিবার প্রতিবেশী দেশ ইরাকের উত্তরাঞ্চলের কয়েকটি কুর্দি ঘাঁটি ও প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় রেভোল্যুশনারি গার্ড৷  সোমবার আবার মুহূর্মুহু হামলা চালায় তারা৷ হামলার পর এর পেছনে যুক্তিও দেখিয়েছে ইরান৷

তাসনিম নিউজের খবর অনুযায়ী, রেভোল্যুশনারি গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, কুর্দি ঘাঁটিতে হামলা আসলে কুর্দিরা যা করছে তার ‘উপযুক্ত জবাব'৷

এসিবি/ কেএম (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)