বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি: হাফিজ উদ্দিন আহমদ
২৬ এপ্রিল ২০২৪শুক্রবার ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশো-তে অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম৷
বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার খুনের ঘটনা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতি এবং একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্রে পরিণত করা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন৷ উত্তরে দলটির অন্যতম জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বলেন, ‘‘আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়৷ আমি এখনো তার নিন্দা করি, সারা জীবন নিন্দা করবো৷ এবং এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই৷’’
তবে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে একটি ধর্মান্ধ দল জড়িত ছিল এবং বিএনপির তাতে সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করেন তিনি৷
এদিকে গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ জানান, সেসময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷ সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ কেউ তার সাথে যোগযোগ করেছিল৷ তিনি বলেন, ‘‘আমি কখনো তাদেরকে বলিনি যে, আমি বিএনপি ত্যাগ করবো৷''
সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়টিও সঠিক বলে মনে করেন তিনি৷ বিএনপির ভাইস চেয়ারম্যানের দাযিত্বে থাকা এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন যদি ‘সুপারভাইজ করতো' তাহলে নির্বাচন সুষ্ঠু হতো এবং সেই নির্বাচনে বিএনপি জয়ী হতে পারতো৷
আরআর/এফএস