1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির ভবন খোলাটা সঠিক হয়নি: হাফিজ উদ্দিন আহমদ

২৬ এপ্রিল ২০২৪

ক্ষমতায় থাকাকলীন বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণে ‘ভবন খোলা সঠিক হয়নি’ বলে উল্লেখ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ৷ তবে বিএনপির তুলনায় আওয়ামী লীগের সময়ে অনেক বেশি দুর্নীতি হয়েছে বলেও মনে করেন তিনি৷

https://p.dw.com/p/4fEu4
ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের উত্তর দিচ্ছেন হাফিজ উদ্দিন আহমদ
গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ জানান, সেসময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷ছবি: DW

শুক্রবার ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায় টকশো-তে অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম৷

বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতার খুনের ঘটনা, ২১ আগস্টের গ্রেনেড হামলা, দুর্নীতি এবং একটি ভবনকে অনেক কিছুর কেন্দ্রে পরিণত করা নিয়ে সঞ্চালক প্রশ্ন করেন৷ উত্তরে দলটির অন্যতম জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ বলেন, ‘‘আপনি যেসব ভুলের কথা বলেছেন, ভবনের কথা বলেছেন, গ্রেনেড হামলার কথা বলেছেন, এগুলো অবশ্যই নিন্দনীয়৷ আমি এখনো তার নিন্দা করি, সারা জীবন নিন্দা করবো৷ এবং এই ভবন খোলাটা সঠিক হয়নি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই৷’’

তবে ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সাথে একটি ধর্মান্ধ দল জড়িত ছিল এবং বিএনপির তাতে সম্পৃক্ততা ছিল না বলে উল্লেখ করেন তিনি৷  

এদিকে গত নির্বাচনের আগে নতুন দল গঠনের বিষয়ে জানতে চাইলে হাফিজ উদ্দিন আহমদ জানান, সেসময়ে তিনি বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন৷ সেই প্রেক্ষাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেউ কেউ তার সাথে যোগযোগ করেছিল৷ তিনি বলেন, ‘‘আমি কখনো তাদেরকে বলিনি যে, আমি বিএনপি ত্যাগ করবো৷''

সর্বশেষ জাতীয় নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়টিও সঠিক বলে মনে করেন তিনি৷ বিএনপির ভাইস চেয়ারম্যানের দাযিত্বে থাকা এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন যদি ‘সুপারভাইজ করতো' তাহলে নির্বাচন সুষ্ঠু হতো এবং সেই  নির্বাচনে বিএনপি জয়ী হতে পারতো৷

আরআর/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান