কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। তার মৃত্যুর কারণে ফের সেখানে নির্বাচন হবে।
বালিগঞ্জ এবং তৃণমূল
বালিগঞ্জ কেন্দ্র বরাবরই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিপুল ভোটে জয় পেয়েছিলেন এই কেন্দ্র থেকে। গত বছর তার মৃত্যু হয়। সে জন্যই ফের নির্বাচনের ব্যবস্থা হয়েছে এই কেন্দ্রে।
নির্বাচনের দিন
আগামী ১২ এপ্রিল নির্বাচন হবে বালিগঞ্জে। তার আগে সব দলের প্রার্থীই প্রচারে নেমে পড়েছেন। পাড়ায় পাড়ায় ঘুরে চলছে প্রচার।
বিজেপি প্রার্থী বাবুল
একসময় বিজেপির নেতা ছিলেন গায়ক বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
বাবুলকে ঘিরে বিতর্ক
বাবুল সুপ্রিয়কে ঘিরে বিতর্ক চলছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, বিজেপিতে থাকাকালীন যে বাবুল তৃণমূল এবং তৃণমূলনেত্রীর প্রায় প্রতিদিন সমালোচনা করেছেন, কেন তাকে এখন টিকিট দেওয়া হলো।
বাবুলের বিরুদ্ধে মিছিল
বিধানসভা ভোটের আগে নাগরিক সমাজের একাংশ বিজেপি-বিরোধী ভোটের ডাক দিয়েছিলেন। তারাই এখন তৃণমূলপ্রার্থী বাবুলের বিরুদ্ধে ভোটের ডাক দিয়েছেন।
হাইপ্রোফাইল সিপিএম প্রার্থী
বালিগঞ্জের বামপ্রার্থী বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইঝি শায়রা শাহ হালিম। নাগরিক সমাজের একাংশ তার হয়ে প্রচারে নেমেছে।
বালিগঞ্জ কেন্দ্র বরাবরই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের শক্ত ঘাঁটি। গত বিধানসভা নির্বাচনে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বিপুল ভোটে জয় পেয়েছিলেন এই কেন্দ্র থেকে। গত বছর তার মৃত্যু হয়। সে জন্যই ফের নির্বাচনের ব্যবস্থা হয়েছে এই কেন্দ্রে।
নির্বাচনের দিন
আগামী ১২ এপ্রিল নির্বাচন হবে বালিগঞ্জে। তার আগে সব দলের প্রার্থীই প্রচারে নেমে পড়েছেন। পাড়ায় পাড়ায় ঘুরে চলছে প্রচার।
বিজেপি প্রার্থী বাবুল
একসময় বিজেপির নেতা ছিলেন গায়ক বাবুল সুপ্রিয়। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সম্প্রতি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।
বাবুলকে ঘিরে বিতর্ক
বাবুল সুপ্রিয়কে ঘিরে বিতর্ক চলছে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠছে, বিজেপিতে থাকাকালীন যে বাবুল তৃণমূল এবং তৃণমূলনেত্রীর প্রায় প্রতিদিন সমালোচনা করেছেন, কেন তাকে এখন টিকিট দেওয়া হলো।
বাবুলের বিরুদ্ধে মিছিল
বিধানসভা ভোটের আগে নাগরিক সমাজের একাংশ বিজেপি-বিরোধী ভোটের ডাক দিয়েছিলেন। তারাই এখন তৃণমূলপ্রার্থী বাবুলের বিরুদ্ধে ভোটের ডাক দিয়েছেন।
হাইপ্রোফাইল সিপিএম প্রার্থী
বালিগঞ্জের বামপ্রার্থী বিশিষ্ট অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইঝি শায়রা শাহ হালিম। নাগরিক সমাজের একাংশ তার হয়ে প্রচারে নেমেছে।