১৯৬১ সালে তৎকালীন পূর্ব জার্মানির সরকার বার্লিন প্রাচীর তৈরি করেন৷ এটি পশ্চিম বার্লিনকে পূর্ব বার্লিন এবং সংশ্লিষ্ট এলাকা থেকে বিচ্ছিন্ন করে ফেলে৷
পূর্ব ব্লকের দাবি ছিল যে, সমাজতান্ত্রিক রাষ্ট্র জিডিআরকে রক্ষায় এই দেয়াল তৈরি করা হয়েছে৷ ১৯৮৯ সালে অবশ্য পূর্ব জার্মানির শাসকদের পতন হয় এবং বার্লিন প্রাচীরও ভেঙে ফেলা হয়৷ এই প্রাচীরের পতনের ফলে দুই জার্মানির পুনরেকত্রিকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়৷ ১৯৯০ সালের ৩রা অক্টোবর আবারো এক হয়ে যায় দেশটি৷