প্রথম ব্যাট করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতল ইংল্যান্ড। আমিরাতে এবার যারা প্রথমে বল করছে তারা সুবিধাজনক অবস্থায় থাকছে। শিশিরের কারণে পরে বল করতে অসুবিধা হচ্ছে। কিন্তু ইংল্যান্ড দেখিয়ে দিল, ভালো খেললে এই সব যুক্তি অর্থহীন। প্রথমে ব্যাট ও পরে বল করেও জেতা যায়।
তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ড যে জিতেছে, তার মূল কৃতিত্ব অবশ্যই বাটলারকে দিতে হবে। ৬৭ বলে শতরান করেছেন বাটলার। তার ইনিংসের সৌজন্যেই ইংল্যান্ড প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৬৩ রান তোলে। বাটলার তার জীবনের প্রথম টি-টোয়েন্টি শতরান করেন শেষ বলে ছয় মেরে। অধিনায়ক মরগ্যানও ৪০ রান করেছেন। মরগ্যান ও বাটলার মিলেই ইংল্যান্ডের রান এগিয়ে নিয়ে যান।
বাটলার এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। এবার শতরানের ইনিংসে তিনি
ছয়টা চার ও ছয়টা ছয় মেরেছেন। ইংল্যান্ডের তিন উইকেট খুব তাড়াতাড়ি চলে গেলেও শেষ পর্যন্ত তার ও মরগ্যানের জন্যই ১৬৩ রান তুলতে পারে ইংল্যান্ড। তবে শ্রীলঙ্কার ইনিংস ১৩৭ রানে শেষ হয়ে যায়।
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
বোলার: তাবরাইজ শামসি, দক্ষিণ আফ্রিকা
চলতি বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলে তার চেয়ে বেশি উইকেট পাননি কেউ৷ ২৮ উইকেট নিয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন আইসিসি ব়্যাংকিংয়ে সবার শীর্ষে৷ তারপরও দক্ষিণ আফ্রিকা দলে ৩১ বছর বয়সি এই স্পিনারকে জায়গা করে নিতে অভিজ্ঞ ইমরান তাহিরের সঙ্গে লড়তে হবে৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
বোলার: যশপ্রীত বুমরা, ভারত
আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষ দশে না থাকলেও ভারতের যশপ্রীত বুমরা ব্যাটসম্যানদের জন্য বরাবরই কঠিন বোলার৷ বিশেষ করে ডেথ ওভারে উইকেট নেয়ার ক্ষেত্রে তার সামর্থ্য অতুলনীয়৷ সবশেষ আইপিএল মুম্বাই ইন্ডিয়ানস ভুলে যেতে চাইলেও বুমরা ঠিকই তাদের জার্সিতে ২১ উইকেট তুলে নিয়েছেন৷ এর মধ্যে ১৫ উইকেটই নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আসরের দ্বিতীয় পর্বে৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
বোলার: রশিদ খান, আফগানিস্তান
আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রশিদ খান টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে-কোনো দলের কাছেই কাঙ্খিত একটি নাম৷ সদ্যসমাপ্ত আইপিএলে ১৮ উইকেট নিয়েছেন৷ আইসিসির ব়্যাংকিংয়ে অবস্থান তিন৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
বোলার: আদিল রশিদ, ইংল্যান্ড
লেগ ব্রেকস, গুগলিতে সমৃদ্ধ তার ঝুলি৷ ইংল্যান্ডের অধিনায়ক মর্গান কখনও পাওয়ার প্লে, কখনওবা বোলিং আক্রমণের সূচনা করান তাকে দিয়ে৷ সংযুক্ত আরব আমিরাতের ধীরগতির উইকেটে ইংলিশ দলের এই প্রধান স্পিনার হয়ে উঠতে পারেন আরো ভয়ংকর৷ আইসিসি ব়্যাংকিংয়ে তিনি আছেন চতুর্থ অবস্থানে৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
বোলার: মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ
টি-টোয়েন্টির বোলারদের তালিকা হবে আর তাতে মুস্তাফিজুর রহমান থাকবেন না তা কী করে হয়! ডেথ ওভারে তার মতো কার্যকরি বোলারের জুড়ি মেলা ভার৷ দুর্বোধ্য কাটারে যে-কোনো দলের কাছে মুস্তাফিজ আতঙ্কের নাম৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
ব্যাটসম্যান: ডেভিড মালান, ইংল্যান্ড
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকেই ৭৮ রানের ইনিংস খেলে তাক লাগান তিনি৷ গত মার্চে হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন তিনি, এখন অবধি সবচেয়ে কম ২৪ ইনিংস খেলে৷ বামহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে আছেন সবার শীর্ষে৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
ব্যাটসম্যান: বাবর আজম, পাকিস্তান
৬১টি টি-টোয়েন্টিতে দুই হাজার ২০০ রান, একটি শতক, ২০টি অর্ধশতক, ১৩০.৬৪ স্ট্রাইক রেট৷ এই পরিসংখ্যানগুলোই বলে দেয় কতটা ভয়ংকর ব্যাটসম্যান বাবর আজম৷ ২৭ বছর বয়সি এই মারকুটে ব্যাটসম্যানের কাঁধে থাকছে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার দায়িত্বও৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
ব্যাটসম্যান: রোহিত শর্মা, ভারত
ম্যাচের পরিস্থিতি যত কঠিনই থাক না কেন, রোহিত শর্মা তার মোড় অনায়াসেই ঘুরিয়ে দিতে পারেন কব্জির জোরে৷ এই টুর্নামেন্ট শেষে নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি৷ সে জায়গা নিতে রোহিত শর্মা নিজেকে মেলে ধরতে চাইবেন এবার বিশেষভাবে৷ ১১১ ম্যাচে ২,৮৬৪ রান নিয়ে টি-টোয়েন্টিতে তিনি বর্তমানে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
ব্যাটসম্যান: ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
বয়স ৪২৷ তাতে কী! খেলা যখন টি-টোয়েন্টি তখন ক্রিস গেইলই সেরা বিনোদন৷ যে-কোনো বোলারের জন্যই তিনি দুঃস্বপ্নের কারণ হয়ে উঠতে পারেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এবারই শেষবারের মতো দেখা যাবে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে? সেটি হয়ত সময়ই বলে দিবে৷
-
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
ব্যাটসম্যান: গ্ল্যান ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া
সদ্য সমাপ্ত আইপিএল দারুণ কাটিয়েছেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৫১৩ রান তুলেছেন ১৫ ম্যাচে চোখ ধাঁধানো ১৪৪ স্ট্রাইক রেটে৷ ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথের ফর্ম ঘাটতিতে তার এই পারফরম্যান্স অস্ট্রেলিয়ার জন্য বড় স্বস্তির৷
চারটি ম্যাচ খেলে সবকটিতেই জিতে ইংল্যান্ড এখন আট পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট করে পেয়েছে। তারা পরের দুইটি ম্যাচ জিতলে আট পয়েন্ট পেতে পারে। আর ইংল্যান্ড তাদের শেষ ম্যাচ হারলে আট পয়েন্টে থেকে যাবে। কিন্তু ইংল্যান্ড রান রেটে অনেক এগিয়ে। তাই কার্যত সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড।
এবার এখনো পর্যন্ত ইংল্যান্ড ও পাকিস্তান কোনো ম্যাচ হারেনি।
জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)