রিলিজ প্যাকেজের জন্য মার্কিন অর্থনীতিতে প্রবৃদ্ধি আসবে এই আশায় ‘সেফ-হেভেন কারেন্সি' বলে পরিচিত মুদ্রাগুলোরচাহিদা কমে গেছে৷ যেসব দেশের আইন ও প্রশাসনিক ব্যবস্থা স্থিতিশীল, দুর্নীতিকম, যাদের ক্রয়ক্ষমতা স্থিতিশীল, অর্থব্যবস্থাপনা ও রাজনৈতিক পরিস্থিতি ভালো সেসব দেশের মুদ্রাকে সাধারণত সেফ-হেভেন কারেন্সি হিসেবে ধরা হয়৷
বৃহস্পতিবার এশিয়ায় টানা তৃতীয়দিনের মতো ক্যানাডীয় ডলারের বিপরীতে মার্কিন ডলার ০.২ শতাংশ পড়ে গেছে৷ নরওয়েজিয়ান ক্রোনার বিপরীতেও ডলার ০.৪ শতাংশ পড়েছে৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
মার্কিন ডলার
বাংলাদেশি মুদ্রায় এক মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ৮৪.৭৮ টাকা আর ভারতীয় মুদ্রায় ৭৩.৭০ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
সুইস ফ্রাঙ্ক
বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্রাঙ্কের বিনিময় মূল্য প্রায় ৯১.২৬ আর ভারতীয় মুদ্রায় ৭৯.৩৩ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
ইউরো
বাংলাদেশি মুদ্রায় এক ইউরোর বিনিময় মূল্য প্রায় ৯৮.৬১ টাকা আর ভারতীয় মুদ্রায় ৮৫.৭২ রুপি৷ ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলি ‘ইউরোজোন’এর সদস্য, তাদের মুদ্রা এই ইউরো৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
কেইম্যান আইল্যান্ডস ডলার
ক্যারিবিয়ান সমুদ্রে অবস্থিত ব্রিটিশ সায়ত্ত্বশাসিত অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জের রয়েছে নিজস্ব মুদ্রা৷ বাংলাদেশি মুদ্রায় কেইম্যান আইল্যান্ডস ডলারের বিনিময় মূল্য ১০১.৭১ টাকা আর ভারতীয় মুদ্রায় ৮৮.৪৭ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
ব্রিটিশ পাউন্ড
বাংলাদেশি মুদ্রায় এক ব্রিটিশ পাউন্ডের বিনিময় মূল্য ১০৮.০৫ টাকা আর ভারতীয় মুদ্রায় ৯৩.৯৩ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
জর্ডান দিনার
বাংলাদেশি মুদ্রায় জর্ডানের এক দিনারের বিনিময় মূল্য ১১৯.৫৭ টাকা আর ভারতীয় মুদ্রায় তার মূল্য দাঁড়ায় ১০৩.৯৫ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
ওমানি রিয়াল
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের এই মুদ্রার বাংলাদেশি টাকায় বিনিময় মূল্য খুব চড়া৷ বাংলাদেশি মুদ্রায় এক ওমানি রিয়ালের জন্য দিতে হয় ২২০.২০ টাকা আর ভারতীয় মুদ্রায় দিতে হয় ১৯১.৪৩ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
বাহরাইনি দিনার
বাহরিনের মুদ্রার নাম দিনার, যা এই অঞ্চলের অন্যতম দামী মুদ্রা৷ বাংলাদেশি মুদ্রায় বাহরাইনের এক দিনারের বিনিময় মূল্য ২২৪.৭৮ টাকা আর ভারতীয় মুদ্রায় ১৯৫.৪১ রুপি৷
-
বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা যেগুলি
কুয়েতি দিনার
কুয়েতের দিনার মধ্যপ্রাচ্যের সবচেয়ে দামি মুদ্রা৷ প্রতি কুয়েতি দিনারের জন্য বাংলাদেশি মুদ্রায় দিতে হয় ২৭৬.৬৩ টাকা আর ভারতীয় মুদ্রায় তার চেয়ে কিছুটা কম, ২৪০.৪৯ রুপি৷
আরেকটি সেফ-হেভেন কারেন্সি জাপানের ইয়েনের বিপরীতে ডলারের মান ০.২ শতাংশ কমে গেছে৷
ইউরো, অস্ট্রেলিয়ার ডলারের বিপরীতেও ডলারের একই চিত্র দেখা গেছে৷
জেডএইচ/কেএম (রয়টার্স)