1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
DW Dhaka correspondent is taking interview of Samsuzzaman Khan, Director General of Bangla Academy, Dhaka, Bangladesh.
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান’এর সাক্ষাৎকার নিচ্ছেন হারুন উর রশীদ স্বপনছবি: DW/Swapan

বাংলার বিকৃত উচ্চারণের জন্য গণমাধ্যমের একাংশ দায়ী

৯ জানুয়ারি ২০১২

বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছেন যারা গণমাধ্যমে বিকৃত উচ্চারণে বাংলা বলছেন তারা বাংলা ভাষার শত্রু৷ এই প্রবণতা বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, আমরা বাংলা ভাষাকে ধ্বংস হতে দিতে পারিনা৷

https://p.dw.com/p/13gBm

বাংলার সঙ্গে ইংরেজি মিশিয়ে আবার বাংলা ধ্বনি পরিবর্তন করে বাংলা উচ্চারণের প্রবণতা দিন দিন বাড়ছে৷ আর এজন্য বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান দায়ী করছেন অধিকাংশ এফএম রেডিও এবং কিছু টেলিভিশন চ্যানেলকে৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন সস্তা জনপ্রিয়তা পেতে ইচ্ছাকৃতভাবে তারা একাজ করছেন তারা৷ ফলে বিকৃত উচ্চারণের পাশাপাশি বাংলা বলার সহজাত ঢংয়েও পরির্তন হচ্ছে৷ যা কোনভাবেই মেনে নেয়া যায়না৷ তিনি বলেন এটাকে জাতীয় অপরাধ হিসেবে দেখতে হবে৷

Samsuzzaman Khan, Director General of Bangla Academy, Dhaka, Bangladesh
শামসুজ্জামান খানছবি: DW/Swapan

তিনি বলেন, এই বিকৃতি বন্ধ না করলে এর পরিণতি হবে ভয়াবহ৷ ফিলিপাইনে এই প্রবণতা রোধ করতে না পারায় তাদের এখন নিজস্ব ভাষা বলতে কিছু নেই৷ বাংলার মত একটি সমৃদ্ধ ভাষার এরকম পরিণতি হোক তা আমরা কেউই চাইনা৷ তিনি বলেন যারা এই বিকৃতি ঘটাচ্ছেন তারা বাংলা ভাষার শত্রু৷

শামসুজ্জামান খান বলেন বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে বাংলা একাডেমী পাঁচ খন্ডে বাংলা ব্যাকরণ প্রকাশ করছে৷ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বাংলা সাহিত্যের ইতিহাস প্রকাশেরও কাজ চলছে৷ তার মতে, বাংলা একাডেমীকে শুধু বাঙালির মননশীলতার প্রতীক নয়, বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির দিকনির্দেশক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

সিপিডির গবেষণায় বলা হয়েছে, সাধারণ মধ্যবিত্ত পরিবারকে এখন তাদের মোট আয়ের ৬০ শতাংশ ‘সাধারণ’ খাদ্যের পিছনে খরচ করতে হয়

চার সদস্যের খাবার খরচ মাসে ২২ হাজার টাকা

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ
প্রথম পাতায় যান