1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশ পুলিশকে ৫টি গাড়ি দিল জার্মান সরকার

২৪ আগস্ট ২০১০

বাংলাদেশ পুলিশের দক্ষতার প্রশংসা করেছেন জার্মান রাষ্ট্রদূত৷ ঢাকায় জার্মান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে ৫টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন৷ পুলিশী কাজে এই গাড়িগুলো ব্যবহার করা হবে৷

https://p.dw.com/p/Ov3b
বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা করছে জার্মানিছবি: DW

জানা গেছে, বাংলাদেশ ও জার্মানি মানব পাচার রোধে এক সঙ্গে কাজ করবে বলে একমত হয়েছে৷

মঙ্গলবার সকালে জার্মান রাষ্ট্রদূত হলগার মিশায়েল দূতাবাসে এক অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ দমনে ব্যবহারের জন্য ৫টি গাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন৷ গাড়ির চাবি গ্রহণ করেন পুলিশের অতিরিক্ত আইজি ড. শামসুদ্দোহা খন্দকার৷

German police donate cars to Dhaka police
৫টি গাড়ির একটিছবি: DW

জার্মান রাষ্ট্রদূত এরপর বলেন, শুধু গাড়ি নয়, প্রশিক্ষণসহ নানা বিষয়ে বাংলাদেশ পুলিশকে সহায়তা করবে তাঁর সরকার৷ বাংলাদেশ ও জার্মানির ঐতিহাসিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷ ডয়চে ভেলের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশের পুলিশ অত্যন্ত দক্ষ৷ তারা এক ধরণের চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন৷ ঘনবসতিপূর্ণ এই দেশে তারা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন, যা প্রশংসার যোগ্য৷'' তবে জার্মান দূতের ঢাকায় এখনো কোন পুলিশ সহায়তার প্রয়োজন হয়নি৷

অনুষ্ঠানে উপস্থিত জার্মান ফেডারেল পুলিশের লিয়েজোঁ অফিসার ক্রিস্টিনে মারিয়ন শ্নাইডার বলেন, শিগগিরই মানব পাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে৷ তাতে শুধু পুলিশই নয়, বাংলাদেশের এনজিও প্রতিনিধিরাও অংশ নেবেন৷ মানব পাচার রোধে পুলিশের পাশাপাশি বেসরকারী সংস্থাও কাজ করছে৷

পুলিশের অতিরিক্ত আইজি ড. শামসুদ্দোহা খন্দকার বলেন, বাংলাদেশ ও জার্মানি অপরাধ দমনসহ বিভিন্ন সেক্টরে এক সঙ্গে কাজ করলে তার ফল শুভ হবে৷ অপরাধ মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে এই দুই দেশ এক সঙ্গে কাজ করবে৷

জার্মানির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশকে ২ কোটি টাকা দামের এই ৫টি গাড়ি দিয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন