ঢাকা চিড়িয়াখানার জলাভূমি প্রতিবছর শীতে পরিযায়ী পাখির আগমনে মুখরিত হয়ে ওঠে৷ কিন্তু এবছর এই মাঘের শীতেও অতিথি পাখির দেখা নেই৷ চিড়িয়াখানার দর্শনার্থীদের তাই খাঁচার পাখি দেখেই সন্তুষ্ট থাকতে হচ্ছে৷
বাংলাদেশে জলাধারগুলোয় পরিযায়ী পাখি (ফাইল ফটো)
পাখি শুমারি অনুযায়ী বাংলাদেশে ২০০২ সালে মোট ১৬০ প্রজাতির পাখি থাকলেও এখন তার সংখ্যা মাত্র ৬৮৷ আর এই প্রজাতিগুলোও ধীরে ধীরে ধীরে কমে আসছে৷ যেমন বললেন পাখি বিশেষজ্ঞ সাজাহান সরদার৷
তাঁর মতে, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে৷ বিশেষ করে জলচর পাখি কমে যাচ্ছে আশংকাজনকভাবে৷ জনসংখ্যা বৃদ্ধির কারণে বন ও জলা ভূমি ধ্বংস হচ্ছে, কমে যাচ্ছে পাখির আবাস স্থল৷ সৃষ্টি হচ্ছে তাদের খাদ্য সংকট৷
তাই পাখিদের রক্ষায় তাদের আবাসভূমি উদ্ধারে সক্রিয় হয়েছেন দেশের পাখিপ্রেমিরা৷ গড়ে উঠেছে অনেক সংগঠন৷ এরকমই একটি সংগঠন বার্ড ক্লাব৷ তার প্রধান সৈয়দ মারগুব মোর্শেদ বললেন, পাখিদের রক্ষায় তারা জন সচেতনতার কাজ করছেন৷
পাখি বিশেষজ্ঞদের মতে, সরকারীভাবে উদ্যোগ না নিলে আগামী দিনে পাখির প্রজাতির সংখ্যা আরো কমে আসবে যা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রে আরো বড় বিপর্যয় ডেকে আনবে৷
প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক