1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

৮ আগস্ট ২০২৪

বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হলো। জমা দেয়া পাসপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে।

https://p.dw.com/p/4jDmR
ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল সীমান্ত।
বাংলাদেশে সব ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখা হয়েছে। এখনই আর কেউ ভিসা নিয়ে ভারতে আসতে পারবেন না। ছবি: Satyajit Shaw/DW

বাংলাদেশে সব ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার(আইভিএসি) বন্ধ থাকবে। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত আইভিএসি বন্ধ রাখার কথা জানিয়ে দেয়া হয়েছে।

ভিসা সেন্টারের ওয়েবসাইটে বার্তা দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কবে থেকে আবার আবেদনপত্র নেয়া হবে, তা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আগামী কাজের দিনে পাসপোর্ট সংগ্রহ করে নেয়ার অনুরোধও করা হয়েছে। 

বুধবারই বাংলাদেশ থেকে দূতাবাসের ১৯০ জন কর্মী ও তাদের পরিবারকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। সূত্র জানিয়েছে, তারা নন-এসেনশিয়াল কর্মী বা অত্যন্ত জরুরি কর্মী নন। পদস্থ কর্মী ও কূটনীতিকরা বাংলাদেশে আছেন এবং দূতাবাস খোলা থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে গত ৪ অগাস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অ্যাডভাইসারি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে না যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। বাংলাদেশে থাকা ভারতীয়দের অত্যন্ত সতর্ক থাকতে ও গতিবিধি নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছিল। ভারতীয় নাগরিকদের ঢাকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও অনুরোধ করা হয়েছিল। তার জন্য তিনটি এমার্জেন্সি ফোন নম্বরও দেয়া হয়েছিল।

এরপর সংসদে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছিলেন, বাংলাদেশে সেনা কর্তৃপক্ষের সঙ্গে ভারত যোগাযোগ রাখছে।

ভারতীয় সীমান্তেও যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়েছে। একমাত্র মেডিক্যাল ভিসা থাকলে তবেই আসতে দেয়া হচ্ছে।

উত্তরবঙ্গের সীমান্তে
বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি সীমান্তে প্রায় ছয়শ মানুষ এসে ভারতে আশ্রয় চান। বিএসএফ তাদের জিরো পয়েন্টে আটকে দেয়। পুরো বিষয়টি বিএসএফ কর্তাদের জানানো হয়েছে। নির্দেশ না পাওয়া পর্যন্ত কাউকে ভারতে ঢুকতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। যারা এসেছিলেন, তাদের ফিরে য়েতে অনুরোধ করা হয়েছে। জলপাইগুড়ির হলদিবাড়ি সংলগ্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নেই। সেখানে চা বাগান আছে। সেখানেই বাংলাদেশ থেকে মানুষ এসে ভারতে ঢুকতে চেয়েছিলেন। 

জিএইচ/এসজি