1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে ‘কে হতে চায় কোটিপতি’?

৪ জুন ২০১১

কে হতে চায় কোটিপতি? এই প্রশ্নটি করলে এর উত্তর পাওয়ার চেয়ে পাল্টা প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি৷ আর সেটি হচ্ছে কেই বা কোটপতি হতে চায়না?

https://p.dw.com/p/11UGk
জার্মানিতেও চলছে একই ধরণের অনুষ্ঠানছবি: AP

বিশ্বের প্রায় ৮০টি দেশের মানুষ যদি রিয়েলিটি শো'র মাধ্যমে কোটিপতি হতে পারেন, বাংলাদেশের মানুষ কেন হতে পারবেননা? তাই এবার এই অনুষ্ঠানটির বাংলা সংস্করণ শুরু হতে যাচ্ছে৷ যা এখন কেবল প্রচার হওয়ার অপেক্ষায়৷

আন্তর্জাতিকভাবে ‘হু ওয়ান্টস টু বি এ মিলিওনেয়ার' প্রচার শুরু হয়েছিলো ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর৷ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশী দেশ ভারতসহ প্রায় ৮০টি দেশে প্রচারিত হয় এই অনুষ্ঠানটির সংস্করণ৷ আর সবদেশেই পায় জনপ্রিয়তা৷ বাংলাদেশে এই অনুষ্ঠানটির মহড়া শুরু হয়েছে আগেই৷ এই মাসের ২৬ তারিখ থেকে দেশ টেলিভিশনে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে ‘কে হতে চায় কোটিপতি'র৷

এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে গতমাসে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিলো বিশিষ্ট ব্যবসায়ী এবং জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আনিসুল হককে৷ কিন্তু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আনিসুল হক নন৷ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ আসাদুজ্জামান নূর পালন করবেন ‘কে হতে চায় কোটিপতি'র সঞ্চালকের দায়িত্ব৷ সংবাদ সম্মেলনে জানানো হয়, বেশ কিছুদিন ধরেই চোখের সমস্যার কারণে সঞ্চালকের পদ থেকে অব্যাহতি চাইছিলেন আনিসুল হক৷ আর এ কারণেই তাঁর স্থলাভিষিক্ত হলেন আসাদুজ্জামান নূর৷

বিশ্বনন্দিত এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পাওয়ার পরে এরইমধ্যে বিভিন্ন ধরণের প্রস্তুতি শুরু করেছিলেন আনিসুল হক৷ তিনি বলেন,‘‘অমিতাভ বচ্চনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে দু'বার ভারতেও গিয়েছিলাম'‘৷

আনিসুল হক আরও জানিয়েছেন, এই অনুষ্ঠানটির খাতিরে তিনি আট কেজি ওজনও কমিয়েছেন৷ বিশ্বমানের সঙ্গে তাল রাখার জন্য নিয়মিত মহড়া দিয়েছেন৷ তবে তাঁর চোখের সমস্যার কারণে চিকিৎসকদের পরামর্শে হোস্ট সিট থেকে সরে যাচ্ছেন৷

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটির নতুন উপস্থাপকের সঙ্গে পরিচয় করিয়ে দেন আনিসুল হক৷ বলেন, ‘‘এখনও যে মানুষটিকে টিভি পর্দায় দেখার জন্য দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন, সেই মানুষটি আর কেউ নয়৷ আমাদের সবার প্রিয় আসাদুজ্জামান নূর৷ তিনি আমার চেয়ারটিতে বসতে রাজি হওয়ায় আমি তাঁর কাছে কৃতজ্ঞ৷'' অন্যদিকে আসাদুজ্জামান নূর জানান, তিনি একইসঙ্গে দু:খিত ও আনন্দিত৷ তাঁরা দু'জন এই অনুষ্ঠান নিয়ে এখন পর্যন্ত যত ধরণের অভিজ্ঞতা অর্জন করেছেন তা কাজে লাগিয়ে উপহার দিতে চান একটি প্রাণবন্ত অনুষ্ঠান৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য