বাংলাদেশের মতো আরও কিছু দেশে শিক্ষার্থীদের আন্দোলনের কথা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরকার পতনকে অনেকেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন বলে মনে করছেন৷ অতীতে আরও কয়েকটি দেশে শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের পতন হয়েছে বা তারা নীতি পরিবর্তনে বাধ্য হয়েছে৷
শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পলায়ন
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাতেও ২০২২ সালের এপ্রিলে ছাত্র ও জনতার আন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে পদত্যাগ করতে হয়েছিল৷ অর্থনৈতিক সংকটের কারণে এই আন্দোলন হয়েছিল৷ বিক্ষোভের এক পর্যায়ে বাসভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হন রাজাপাকসে৷ ছবিতে তার বাসভবনের সামনে পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন এক বিক্ষোভকারী৷
গ্রিসের সেনা সরকার উৎখাত
১৯৭৩ সালে সেনাবাহিনীর স্বৈরশাসনের বিরুদ্ধে গ্রিসের শিক্ষার্থীদের আন্দোলনের কেন্দ্রস্থল ছিল এথেন্স পলিটেকনিক৷ টানা ৬ বছর স্বৈরশাসনে ক্ষিপ্ত হয়ে ছাত্র-জনতা রাজপথে নামলে এক পর্যায়ে এথেন্স পলিটেকনিকের মূল ফটক ভেঙে সেনাবাহিনীর ট্যাংক ঢুকে যায়, মারা যায় ১৫ জন৷ অবশেষে ১৯৭৪ সালে গণতন্ত্রের আঁতুড়ঘর গ্রিসে গণতন্ত্র ফিরে আসে৷ ২০০৬ সালে সেই ভাঙা ফটকের সামনে দাড়িয়ে নিহতদের স্মরণ করছেন স্থানীয় বাসিন্দারা৷
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অনেকদিন ধরে বিক্ষোভ চলছিল৷ এই অবস্থায় ১৯৭০ সালে রিচার্ড নিক্সন কম্বোডিয়াতেও আক্রমণের অনুমোদন দিলে কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন৷ একপর্যায়ে গুলিতে চারজন নিহত হলে বিক্ষোভে ফেটে পড়ে দেশ৷ ৪০ লাখের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন৷ এসব ঘটনা দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুদ্ধ নিয়ে মার্কিনিদের মনোভাবে পরিবর্তন এনেছিল বলে অনেক ইতিহাসবিদ মনে করেন৷
দক্ষিণ আফ্রিকার সোয়েটো বিপ্লব
দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে কয়েক দশক ধরে বিক্ষোভ হয়েছে৷ ১৯৭৬ সালে জোহানেসবার্গের সোয়েটো এলাকায়ও আন্দোলন হয়েছিল৷ ১৬ জুন শুরু হওয়া বিক্ষোভে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা আফ্রিকান ভাষায় পড়াশোনা করতে বাধ্য হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে৷ সরকার কঠোর হাতে আন্দোলন দমালে কয়েকশ মানুষ প্রাণ হারান৷ ঐ ঘটনার আরও দুই দশক পর আপার্থাইড বা বর্ণবাদের অবসান হলেও ১৬ জুন আজও জাতীয় ছুটি হিসেবে পালন করা হয়৷
ভেলভেট বিপ্লব
২০ নভেম্বর, ১৯৮৯ তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে আনুমানিক পাঁচ লাখ মানুষ ক্ষমতাসীন কমিউনিস্ট শাসকদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হয়েছিলেন৷ অবশেষে ডিসেম্বরের ১০ তারিখ কমিউনিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়৷ আন্দোলনের অহিংস ধরনের কারণে এই আন্দোলন ভেলভেট বিপ্লব হিসেবে পরিচিত৷