1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশী নাগরিকরা ভোট দিচ্ছেন ব্রিটেনের নির্বাচনে!

৫ মে ২০১০

বাংলাদেশের একটি বস্তিতে বাস করেন গায়ক আব্দুল সবুজ৷ পাসপোর্ট নেই তার৷ কিন্তু তিনি ভোট দিচ্ছেন ব্রিটেনের সংসদ নির্বাচনে!

https://p.dw.com/p/NEqA
প্রধানমন্ত্রী পদের মূল তিন প্রতিদ্বন্দ্বীছবি: AP

কী অবাক হচ্ছেন! না, অবাক হবার কিছু নেই৷ ব্যাপারটি সত্যি৷ ব্রিটেনের নির্বাচনে সবুজকে ভোট দিতে সহায়তা করছে ‘গিভ ইওর ভোট' প্রকল্প৷ এর মাধ্যমে সবুজ নির্দিষ্ট একটি মোবাইল নম্বরে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এসএমএস করবে৷ আর তার এই ভোটটি ঐ প্রকল্পের সহায়তায় চলে যাবে ব্রিটিশ একজন ভোটারের কাছে, যিনি এই প্রকল্পের মাধ্যমে তার ভোটটি দিবেন বলে, আগে থেকেই নাম নিবন্ধ করে রেখেছেন৷ এভাবে ভোটগ্রহণের দিন ঐ ব্রিটিশ ভোটার বাংলাদেশী ভোটারের পছন্দের প্রার্থীকে ভোটটি দেবেন৷ আগামীকাল বৃহস্পতিবার ব্রিটেনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে৷

কেন একজন ব্রিটিশ ভোটার একজন অপরিচিত বাংলাদেশী মানুষের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন? সকলের মনে এতক্ষণে নিশ্চয় এই প্রশ্নটি দোল খাচ্ছে, তাই না? উত্তর হলো, ঐ ব্রিটিশ নাগরিক চান, ব্রিটিশ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নীতি ব্রিটেন ছাড়াও যেসব দেশকে প্রভাবিত করে সেসব দেশের জনগণও নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক৷ জানিয়ে দিক তাদের মতামত৷ আর তাই কয়েক হাজার ব্রিটিশ নাগরিক তাদের ভোটটি ‘দান' করে দিয়েছেন৷

এতক্ষণে নিশ্চয় জানা হয়ে গেছে যে, ‘গিভ ইওর ভোট' প্রকল্পের মূল লক্ষ্যটা আসলে কী৷ বাংলাদেশ ছাড়াও ঘানা ও আফগানিস্তানের নাগরিকরা এই প্রক্রিয়ায় ভোট দিতে পারবেন৷ এই তিনটি দেশকে বেছে নেয়ার কারণ হলো-- ব্রিটিশ জলবায়ু নীতির প্রভাব পড়ছে বাংলাদেশের উপর, পররাষ্ট্রনীতির প্রভাব আফগানিস্তানের উপর, আর অর্থনৈতিক নীতির প্রভাব পড়ছে ঘানার উপর৷

শুরুতেই বলেছিলাম একজন বাংলাদেশী গায়ক সবুজের কথা৷ তিনি ইতিমধ্যে ভোট দিয়েছেন লিবারেল ডেমোক্রেটদের পক্ষে৷ এর কারণ হিসেবে তিনি বলছেন যে, দলটি ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন বহুলাংশে কমানোর অঙ্গীকার করেছে৷

নিক ক্লেগের লিবারেল ডেমোক্রেট দলের অবস্থান বাংলাদেশে সবার উপরে বলে জানিয়েছেন প্রকল্পটির লন্ডনের এক কর্মকর্তা মে আব্দাল্লা৷ এর পরেই রয়েছে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের লেবার আর তৃতীয় স্থানে ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক