1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশি ভর্তার স্বর্গে

২২ ফেব্রুয়ারি ২০১৯

দ্যা ফুড র‍্যাঞ্জারের খাদ্যরসিক তারকা ট্রেভর জেমস এসেছিলেন বাংলাদেশে৷ আর এসেই গুণগাণ করলেন পুরান ঢাকার ভর্তা সাম্রাজ্য নীরব হোটেলের ও আরো কয়েকটি খাবারের দোকানের৷ সেই ভিডিও এখন ভাইরাল৷

https://p.dw.com/p/3DtCB
ফাইল ফটোছবি: DHA

ফুড রিভিউয়ের জগতে ট্রেভর জেমস ভীষণ জনপ্রিয় এক ব্যক্তিত্ব৷ ইউটিউবারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ তাঁর হাস্যরস ও ঘুরে ফিরে স্ট্রিটফুড খাওয়া ও মজার বর্ণনার ভক্ত অনেক মানুষ৷ বাংলাদেশের জেমস ভক্তদের অনেকদিনের দাবি ছিল তিনি আসবেন ও এদেশের খাবার নিয়ে রিভিউ দেবেন৷

এ মাসেই বাংলাদেশে আসেন ট্রেভর জেমস এবং সম্প্রতি প্রকাশ করেন বাংলাদেশ নিয়ে করা ভিডিওটি৷ বাংলাদেশের খাবার নিয়ে তাঁর উচ্ছ্বাস ধরা পড়েছে ভিডিওতে৷

তাঁর ফেসবুকে পেজে তিনি লিখেছেন, বাংলাদেশে আসার সিদ্ধান্তটা তাঁর সেরা সিদ্ধান্ত৷ তিনি অবাক হয়ে গেছেন, মুগ্ধতায় তাঁর মন ডুবে আছে৷ বাংলাদেশের মানুষ এতটা অতিথিপরায়ণ এটা আবিষ্কার করে এই ক্যানাডীয় ভদ্রলোক ভীষণ রোমাঞ্চিত৷ ঢাকায় তিনি ঘুরেছেন আনাচে কানাচে৷

ইউটিউব ও ট্রেভর জেমসের অফিশিয়াল ফেসবুক পাতায় বাংলাদেশ নিয়ে প্রকাশিত ভিডিওটি এখন ভাইরাল৷ ১৬ তারিখে প্রকাশিত ভিডিওটি  ১৫ লাখ বার দেখা হয়েছে৷  টিএসসির ফুচকা, ভেলপুরি, পুরান ঢাকার বাকরখানি, হাজী বিরিয়ানী ও নীরব হোটেলের ভর্তার উচ্ছ্বসিত প্রশংসা করেন জেমস৷

বাংলাদেশিদের মতো তিনিও নীরব হোটেলের বাবুর্চি ও ওয়েটারদের মামা বলে ডাকেন৷ জেমস এই মামা ডাকের ভিডিও সাবটাইটেল দিয়েছেন ‘ও ব্রাদার'৷ প্রতিটি ভর্তা, ভাজি, মুরগী, হাঁস, মাছ, শুটকির আলাদা করে বর্ণনা দেন তিনি৷ জেমস বিউটি লাসসি, ফালুদাও খান এবং সেগুলোরও দারুণ প্রশংসা করেন৷

জেমসের ইউটিউবে ভিডিওটি ৯ লাখের বেশি বার দেখা হয়েছে৷ মন্তব্য পড়েছে  কয়েক হাজার৷

এফএ/জেডএইচ