1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশকে জার্মানির ৮১৪ কোটি টাকার আর্থিক ও কারিগরি সাহায্য

২০ ডিসেম্বর ২০১১

জার্মানি বাংলাদেশের দুটি প্রকল্পে মোট ৮১৪ কোটি টাকার আর্থিক ও কারিগরি সহায়তা দেবে৷ স্বাস্থ্য, নাবায়নযোগ্য জ্বালানি, সুশাসন, জলবাযু পরিবর্তন ও উপকুলীয় বনায়ন খাতের উন্নয়নে এই সহায়তা কাজে লাগানো হবে৷

https://p.dw.com/p/13W0n
ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েলছবি: DW

জার্মানি আর বাংলাদেশের মধ্যে ঢাকায় এই সহায়তা চুক্তি সই হয়েছে ১৮ই ডিসেম্বর৷ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ এবং ঢাকায় জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন৷ চুক্তি অনুযায়ী শহর ও গ্রামে সুশাসন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবহারের জন্য জার্মানি বাংলাদেশকে ৬৩২ কোটি টাকা দেবে৷ ৪২৬ কোটি টাকা এবং ২০৬ কোটি টাকা দেয়া হবে যথাক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা হিসাবে৷ জার্মান দূতাবাসের প্রেস এবং পলিটিক্যাল এডভাইজার মুজতবা আহমেদ মোরশেদ ডয়চে ভেলেকে জানান, এই সহযোগিতা চুক্তি দু'দেশের সম্পর্ক আরো দৃঢ় করবে৷

তিনি জানান, এর বাইরে জার্মানি আরো ১৮২ কোটি টাকা দেবে যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রাক্ষা এবং উপকুলীয় বনায়নের জন্য খরচ করবে বাংলাদেশ সরকার৷

মুজতবা আহমেদ মোরশেদ আরো জানান, গত মাসে জার্মান প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের পর এই চুক্তি দুই দেশের অব্যাহত সুসম্পর্কেরই ইঙ্গিত দেয়৷ আর ঢাকায় জার্মান রাষ্ট্রদূতও তাই মনে করেন৷

জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল মিশায়েল জানান, বাংলাদেশ ও জার্মানির সম্পর্ক আরো এগিয়ে যাবে৷ ৮১৪ কোটি টাকার এই জার্মান সহায়তা বাংলাদেশকে আগামী বছরের মধ্যে ব্যবহার করতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান