1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বলিউডে হৃত্বিকের 'সুপার ৩০'

১৪ জানুয়ারি ২০২০

দেখতে দেখতে কুড়ি বছর হয়ে গেল হৃত্বিক রোশনের৷ বলিউডের তারকা হিসাবে কুড়িটি বসন্ত পার করে দিলেন তিনি৷

https://p.dw.com/p/3WA22
ছবি: AP

মনে হতেই পারে, এই তো সেদিন বলিউডের জীবন শুরু করলেন হৃত্বিক রোশন৷ 'কহো না পেয়ার হ্যায়' করলেন, ছবি সঙ্গে সঙ্গে হিট৷ হৃত্বিক রাতারাতি জনপ্রিয়তার শিখরে৷ তখন অবশ্য তিনি বলিউডের 'চকোলেট বয়'৷ প্রেমিক ইমেজ৷ এর পরের কুড়ি বছরে 'চকোলেট বয়' থেকে বলিউডের গ্রিক দেবতার শিরোপা। কিন্তু সম্প্রতি ছক ভাঙা অভিনয় করার দিকে ঝুঁকেছেন৷ ‘সুপার ৩০’ তারই ফসল৷

'কহো না পেয়ার হ্যায়' মুক্তি পেয়েছিল ২০০০ সালের ১৪ জানুয়ারি৷ টাইটেল সঙও হল 'কহো না পেয়ার হ্যায়'৷ তার সঙ্গে হৃত্বিকের অভিনয় ও নাচ৷ সুপার ডুপার হিট৷ ফলে আর পিছনে পিরে তাকানোর কোনও প্রয়োজন হয়নি৷ 'কোই মিল গয়া', 'কৃশ', 'ফিজা', 'সুপার ৩০', 'ওয়ার'--একের পর এক ছবিতে নিজের প্রতিভাকে মেলে ধরেছেন তিনি৷ নিজের ইমেজকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন৷

'কোই মিল গয়া' তে রোহিতের ভূমিকায় অভিনয় করা হৃত্বিকের সারল্য যেমন দর্শককে মুগ্ধ করেছে, তেমনই রোমাঞ্চিত করেছে 'যোধা আকবর' বা 'সুপার ৩০' তে তাঁর পরিণত সিরিয়াস অভিনয়৷ 'ধুম ২', 'গুজারিশ', 'কাবিল', 'ব্যাং ব্যাং' সহ একের পর এক সিনেমায় হৃত্বিকতাঁর ফ্যানদের চাহিদা পূরণ করেছেন৷

হৃত্বিকের বড় শক্তি হল, নাচে অনায়াস দক্ষতা এবং সিক্স প্যাক শরীর৷ ২০১৯ এ পরপর দুটি হিট ছবি তাঁর পকেটে৷ 'সুপার ৩০' এবং 'ওয়ার৷' এ বার নতুন বছরে অভিনেতা হৃত্বিকের আরও নতুন দিগন্ত খোলার অপেক্ষায়  থাকলাম আমরা৷

জিএইচ/এসজি (টিওআই)