বৃহস্পতিবার ক্রিকেটের বিশ্ব সংস্থার ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে ২০২১ সালের এই বর্ষসেরা একাদশ৷ বাংলাদেশেরই সবচেয়ে বেশি তিনজন খেলোয়াড় জায়গা পেয়েছে৷ আর দুজন করে আছেন পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের৷
ব্যাট-বল হাতে আরও একবার বছর জুড়ে আলো ছড়ান সাকিব আল হাসান৷ গত বছর ৫০ ওভারের এই সংস্করণে ৯ ম্যাচ খেলে তিনি ৩৯.৫৭ গড়ে রান করেন ২৭৭, আছে দুটি হাফ সেঞ্চুরি৷আর বোলিংয়ে নেন ১৭ উইকেট, ১৭.৫২ গড়ে৷
গত জানুয়ারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাকিব৷ ২০১৯ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি ৮ রানে ৪ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে করেন ১৯ রান৷ পরে জিতে নেন সিরিজ সেরার পুরস্কারও৷ ঘরের মাঠে বাংলাদেশের ৩-০ ব্যবধানে জেতা সিরিজে ব্যাট হাতে ১১৩ রান করার পাশাপাশি বাঁহাতি স্পিনে নেন ৬ উইকেট৷
ওয়ানডের বর্সসেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়েও আছেন ৩৪ বছর বয়সি ক্রিকেটার সাকিব৷ সেখানে তার সঙ্গে লড়াইয়ে আছেন ইয়ানেমান মালান, বাবর আজম ও পল স্টার্লিং৷
সাকিবের মতো মুশফিকও ৯ ম্যাচ খেলেছেন গত বছর ৷ সবসময়ের মতোই নিজের ঘরানার ব্যাটিংয়ে দলকে পথ দেখিয়েছেন ৷ গত বছর রানের জন্য ছুটেছেন, মাঝে খেলেছেন চোখধাঁধানো কিছু শট ৷ গড়ে মোট রান করেছেন ৪০৭, ৫৮.১৪ ৷
আগের দিন ঘোষিত টি-টোয়েন্টির বর্ষসেরা একাদশে জায়গা করে নেওয়া মুস্তাফিজের পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা ওয়ানডে দলে থাকা একরকম প্রত্যাশিতই ছিল ৷ রঙিন জার্সির এই সংস্করণেও বছর জুড়ে বল হাতে গতি-বৈচিত্র্যে দাপট দেখিয়েছেন তিনি ৷
ধারাবাহিকভাবে মিলেছে সাফল্যও ৷ ১০ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট, ২১.৫৫ গড়ে ৷ তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটসম্যানদের রান নিতে ধুঁকতে হযেছে ৷ ওভারপ্রতি রান দিয়েছেন ৫.০৩ ৷
টি-টোয়েন্টি একাদশে অধিনায়কের মর্যাদা পাওয়া বাবর আজম ওয়ানডে দলেরও নেতৃত্ব পেয়েছেন৷ বছর জুড়ে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েই এখানে আছেন তিনি৷
বাবরের সঙ্গী হিসেবে আছেন তার জাতীয় দল সতীর্থ ফখর জামান৷
আয়ারল্যান্ডের দুই খেলোয়াড়ের একজন হলেন পল স্টার্লিং৷ গত বছরে ওয়ানডের সর্বোচ্চ স্কোরার তিনিই৷ একাদশে ঠাঁই পাওয়া আরেক আইরিশ খেলোয়াড় স্পিনার সিমি সিং৷ দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পাওয়া দুজন হলেন ইয়ানেমান মালান ও রাসি ফন ডার ডাসেন৷ পেস আক্রমণে মুস্তাফিজের সঙ্গী লঙ্কান বোলার দুশমন্থ চামিরা৷ ১৪ ম্যাচে ২৯.৩০ গড়ে উইকেট নিয়েছেন ২০টি৷ একবার নিয়েছেন পাঁচ উইকেট৷
শ্রীলঙ্কার আরেকজন ভানিন্দু হাসারাঙ্গা৷ টি-টোয়েন্টি একাদশেও জায়গা পাওয়া এই ক্রিকেটার ব্যাট-বল হাতে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করেছেন৷
ওয়ানডের বর্ষসেরা একাদশ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), ইয়ানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ফন ডার ডাসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটকিপার, বাংলাদেশ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড), দুশমন্থ চামিরা (শ্রীলঙ্কা)৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
জানুয়ারি ১-৫ (২০২২), প্রতিপক্ষ নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টের শেষ দিনে ৮ উইকেটের বড় জয় পেয়েছে মুমিনুলবাহিনী।
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
জুলাই ৭-১১ (২০২০) প্রতিপক্ষ জিম্বাবোয়ে
হারারের একমাত্র টেস্ট ২২০ রানে জিতেছে সফরকারীরা। বাংলাদেশের দেওয়া ৪৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে জিম্বাবোয়ে অলআউট হয় ২৫৬ রানে। এই জয়ের অন্যতম রূপকার মেহেদী হাসান মিরাজ।
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
ফেব্রুয়ারি ২২-ফেব্রুয়ারি ২৫, ২০২০ প্রতিপক্ষ জিম্বাবোয়ে
মুশফিকুর রহিমের দ্বিশতক (২০৩) আর মুমিনুলের শতকে (১৩২) ভর করে বাংলাদেশ জিম্বাবোয়ের বিরুদ্ধে এক ইনিংস ও ১০৬ রানের জয় পায়৷ প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২৬৫ রান করেছিল৷ এরপর বাংলাদেশ খেলতে নেমে ছয় উইকেটে ৫৬০ রান তোলে৷ পরের ইনিংসে জিম্বাবোয়ে ১৮৯ রান করে অলআউট হয়ে যায়৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
নভেম্বর ৩০-ডিসেম্বর ২, ২০১৮ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়েছে বাংলাদেশ৷ এই প্রথম প্রতিপক্ষকে ফলো অন করানো ও ইনিংস ব্যবধানে জয়ের অনির্বচনীয় দুটি স্বাদ দল পেল একদিনেই৷ দুই ম্যাচের সিরিজে ২-০তে জয়৷ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ৷ ১১৭ রানে ১২ উইকেট, বাংলাদেশের হয়ে এক ম্যাচে সেরা বোলিংয়ের কীর্তি৷ ম্যান অব দা ম্যাচ মেহেদী হাসান মিরাজ৷ ম্যান অব দা সিরিজ সাকিব আল হাসান৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
নভেম্বর ২২-২৪, ২০১৮ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ
প্রতিপক্ষকে দুই ইনিংস মিলিয়ে সবচেয়ে কম বলে দুবার অলআউট করে জেতা ম্যাচের নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ৷ আড়াই দিনে টেস্ট জিতেছিল টাইগাররা৷ সাড়ে সাত সেশনের মতো খেলা হয়েছে এই টেস্টে৷ এটিই টেস্টে বাংলাদেশের দ্রুততম জয়৷ নাঈম হাসান প্রথম ইনিংসে পেয়েছেন ৫ উইকেট৷ দ্বিতীয় ইনিংসে তাইজুল পেয়েছেন ৬ উইকেট৷ মুমিনুল হক পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
নভেম্বর ১১-১৫, ২০১৮ প্রতিপক্ষ জিম্বাবোয়ে
জিম্বাবোয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ৷ সিরিজ ১-১ ড্র৷ ৪৪৩ রানের লক্ষ্য তাড়ায় দ্বিতীয় সেশনে জিম্বাবুয়ে থামে ২২৪ রানে৷ ৩৮ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ৷ দ্বিশত হাঁকিয়ে ম্যাচ সেরা মুশফিকুর রহিম৷ সিরিজ সেরা হয়েছেন তাইজুল ইসলাম৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
জানুয়ারি ৬-১০, ২০০৫, প্রতিপক্ষ জিম্বাবোয়ে: বাংলাদেশ ২২৬ রানে জয়ী
টাইগাররা প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পায় চট্টগ্রামে৷ ২০০৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪৮৮ রান তোলে স্বাগতিকরা৷ আর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২০৪ রান করে৷ প্রথম ইনিংসে জিম্বাবোয়ের স্কোর ছিল ৩১২ ও দ্বিতীয় ইনিংসে ১৫৪ রান৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
জুলাই ৯-১৩, ২০০৯, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ: বাংলাদেশ ৯৫ রানে জয়ী
দেশের বাইরে বাংলাদেশ প্রথম টেস্ট জয়ের দেখা পায় ২০০৯ সালের ১৩ জুলাই৷ কিংসটাউনে সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারায় টাইগাররা৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
জুলাই ১৭-২০, ২০০৯, প্রতিপক্ষ ওয়েস্টইন্ডিজ: বাংলাদেশ চার উইকেটে জয়ী
সেবার ওয়েস্ট ইন্ডিজ সফর ছিল সাফল্যে ঠাসা৷ দ্বিতীয় টেস্টে সেন্ট জর্জেসে স্বাগতিকদের হারায় টাইগাররা, সেবার জিতেছিল চার উইকেটে৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
এপ্রিল ২৫-২৯, ২০১৩, প্রতিপক্ষ জিম্বাবোয়ে: বাংলাদেশ ১৪৩ রানে জয়ী
জিম্বাবোয়ের হারারেতে স্বাগতিকদের আবার ‘বধ’ করে টাইগাররা৷ প্রথম ইনিংসে ৩৯১ ও দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ২৯১ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ৷ জবাবে প্রথম ইনিংসে ২৮২ আর দ্বিতীয় ইনিংসে ২৫৭ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ে৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
অক্টোবর ২৫-২৭, ২০১৪, প্রতিপক্ষ জিম্বাবোয়ে: বাংলাদেশ তিন উইকেটে জয়ী
ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্ট জয়৷ তিন দিনে শেষ হওয়া সেই টেস্টে শুরুতে ব্যাট করতে গিয়ে প্রথম ইনিংসে ২৪০ রান করে জিম্বাবোয়ে৷ আর দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ১১৪৷ অন্যদিকে, প্রথম ইনিংসে ২৫৪ আর দ্বিতীয় ইনংসে ৭ উইকেটে ১০৭ রান তুলে জিতে যায় স্বাগতিকরা৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
নভেম্বর ৩-৭, ২০১৪, প্রতিপক্ষ জিম্বাবোয়ে: বাংলাদেশ ১৬২ রানে জয়ী
খুলনায় জিম্বাবোয়েকে হারায় বাংলাদেশ৷ সেই টেস্ট পাঁচ দিন পর্যন্ত গড়ালেও শেষমেশ তেমন একটা সুবিধা করতে পারেনি জিম্বাবোয়ে৷ ফলাফল স্বাগতিকদের ১৬২ রানের জয়৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
নভেম্বর ১২-১৬, ২০১৪, প্রতিপক্ষ জিম্বাবোয়ে: বাংলাদেশ ১৮৬ রানে জয়ী
আবারো চট্টগ্রামে জিম্বাবোয়েকে হারায় টাইগাররা৷ সেবার ব্যবধান ছিল ১৮৬ রানের৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
অক্টোবর ২৮-৩০, ২০১৬, প্রতিপক্ষ ইংল্যান্ড: বাংলাদেশ ১০৮ রানে জয়ী
এখন পর্যন্ত বড় কোনো ক্রিকেট শক্তির বিরুদ্ধে বাংলাদেশের একমাত্র টেস্ট জয় এটি৷ ঢাকায় ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে টাইগাররা৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
মার্চ ১৫-১৯, ২০১৭, প্রতিপক্ষ শ্রীলঙ্কা: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
একদিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের শততম ম্যাচে জয়, অন্যদিকে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়-দুই দিক দিয়েই ঐতিহাসিক বাংলাদেশের এই টেস্ট ম্যাচটি৷ পঞ্চম দিনে ৪ উইকেটে জয় নিশ্চিত করে টাইগাররা৷ ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল৷
-
যে ১৬টি টেস্ট জিতেছে বাংলাদেশ
আগস্ট ২৭-৩০, ২০১৭, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া: বাংলাদেশ ২০ রানে জয়ী
প্রথমবারের মত অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ ইতিহাস গড়ে৷ এটা ছিল সাকিব ও তামিমের ৫০তম টেস্ট। সাকিব মোট ১০ উইকেট নিয়ে এবং তামিম দুই ইনিংসেই অর্ধশত করে স্মরণীয় করে রাখলেন এই টেস্টকে৷ ম্যাচ সেরা সাকিব আল হাসান৷ দ্রষ্টব্য: ইএসপিএন ক্রিকইনফো থেকে পাওয়া তথ্য অনুযায়ী ছবিঘরটি তৈরি করা হয়েছে৷
লেখক: আরাফাতুল ইসলাম