1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বন্দুকযুদ্ধে' নিহত কাউন্সিলর হত্যার দুই আসামি

৩০ নভেম্বর ২০২১

কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা হত্যা মামলায় দুই আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে৷

https://p.dw.com/p/43eXf
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/NurPhoto/Z.H. Chowdhury

মঙ্গলবার রাতে শহরের সংরাইশ এলাকার এ ঘটনার কথা জানান কোতয়ালি থানার ওসি আনোয়ারুল আজিম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে৷

গোলাগুলির ঘটনায় নিহতরা হলেন, সুজানগর এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির হোসেন (২৮) এবং সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২) ৷

বিডিনিউজকে ওসি আনোয়ারুল আজিম জানান, ওই মামলার কয়েকজন আসামি সংরাইশ ও নবগ্রাম এলাকায় অবস্থান করার খবর পেয়ে কোতয়ালি মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযানে যায়৷

তিনি বলেন, "তারা গোমতী নদীর বেড়িবাঁধের কাছে পৌঁছালে আসামিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে৷ পুলিশ সদস্যরাও নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলিবর্ষণ করে৷ গোলাগুলির একপর্যায়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়৷তখন ঘটনাস্থলে দুইজন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷”

এ অভিযানে পুলিশের তিনজন সদস্যও আহত হয়েছেন এবং  তাদের পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এসআই পরিমল দাস৷এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি আনোয়ারুল আজিম ৷

গত ২২ নভেম্বর একদল মুখোশধারী কুমিল্লা শহরের পাথুরিয়াপাড়ায় ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের সিমেন্টের দোকান থ্রি স্টার এন্টারপ্রাইজে হামলা চালিয়ে সোহেল এবং তার সহযোগী ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে৷

 

মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে বলে তখন জানিয়েছিলেন বাদী সৈয়দ মো. রুমন৷

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহেল ২০১২ ও ২০১৭ সালে কাউন্সিলর নির্বাচিত হন এবং দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন৷ হত্যার পরের দিন সোহেলের ভাই সৈয়দ মো. রুমন কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন৷ মামলায় অজ্ঞাতনামা আরও ১০জনকে আসামি করা হয়৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য