বন্দিদের মুক্তির পর ওভাল অফিসে আনন্দের বন্যা
স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় আকারের বন্দি বিনিময় করেছে পশ্চিমা দেশগুলো৷ বন্দিদের মুক্তি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ছিল স্বজনদের আনন্দের অশ্রু৷
আমি মা বলছি
বন্দিদের এজন যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গের্শকোভিচ৷ মুক্তির পর ওভাল অফিসে উপস্থিত মায়ের সাথে টেলিফোনে কথা বলেন ওয়াল স্ট্রিটের এই সাংবাদিক৷ ছেলের মুক্তির আনন্দ্রে অশ্রু ঝরছিল মায়ের চোছে৷ ফোনে ছেলেকে বলচিলেন, ‘‘আমি তোমার মা, শুনতে পাচ্ছো আমার কথা৷’’
সবচেয়ে বড় বন্দি বিনিময়
গত সপ্তাহের এই বন্দি বিনিময়টি ছিল রাশিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের হওয়া সবচেয়ে বড় বন্দি বিনিময়৷
কতজনের মুক্তি?
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই চুক্তির আওতায় ২৪ জন পশ্চিমা নাগরিককে মুক্তি দেয় রাশিয়া৷ যুক্তরাষ্ট্র, নরওয়ে, জার্মানি, পোল্যান্ড ওবং স্লোভাকিয়ার আটক ১৬ রাশিয়ানকে মুক্তি দেয় পশ্চিমা দেশগুলো৷
বিনিময় তুরস্কে
প্রায় এক বছর ধরে অনেকটা গোপনে আলোচনার পর বৃহস্পতিবার বন্দি বিনিময় সম্পন্ন হয়৷ তুরস্কের রাজধানী আঙ্কারা বিমানবন্দরের রানওয়েতে এই বিনিময় সম্পন্ন হয়৷
প্রধান ভূমিকা জার্মানির
রাশিয়ার বন্দিদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন জার্মানিতে বন্দি ভাদিম ক্রাসিকভ৷ বার্লিনে এক সাবেক চেচেন বিদ্রোহীকে হত্যা করার জন্য যার শাস্তি হয়েছিল৷ জার্মান চ্যান্সেলর শলৎস বলেছেন, ''হত্যার দায়ে যার জেল হয়েছে, এমন অপরাধীকে ছেড়ে দেয়ার কাজটা সহজ ছিল না৷ বিশেষ করে মাত্র কয়েক বছরই জেলের সাজা খেটেছেন ক্রাসিকভ৷’’
‘‘আমরা অনেক আনন্দিত’’: বাইডেন
বন্দি বিনিময়ের পর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমরা যে কতেটা আনন্দিত আমি শুধু সে কথাটাই বলতে চাই৷’’ আমার সাথে ওভাল অফিসে থাকা বাবা, মা সন্তান, সঙ্গী এবং প্রিয়জন সবাই আজকের এই দিনটির জন্য প্রার্থনা করছিলেন, বলেন তিনি৷