1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফ্র্যাংকফুর্টে পরিবেশকর্মীদের বিক্ষোভ, বিমান চলাচল স্থগিত

২৫ জুলাই ২০২৪

পরিবেশ কর্মীদের আন্দোলনের জেরে জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দর ফ্র্যাংকফুর্টে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে।

https://p.dw.com/p/4ihr0
ফ্রাহ্কফুর্ট বিমানবন্দরে পুলিশের গাড়ি।
ফ্র্যাংকফুর্ট হলো ইুরোপের সবচেয়ে বড় বিমানবন্দরের মধ্যে একটি এবং জার্মানির জাতীয় বিমানসংস্থা লুফৎহানসার হাব।ছবি: picture alliance/dpa/TNN

বৃহস্পতিবার সকালে লাস্ট জেনারেশন ক্লাইমেট গ্রুপের সদস্যরা বিমানে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতিবাদে ফ্র্যাংকফুর্ট বিমানবন্দরে প্রতিবাদ জানাতে থাকেন

বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, ''বিমানবন্দরে বিক্ষোভ চলতে থাকায় বর্তমানে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের এখন বিমানবন্দরে যেতে মানা করা হয়েছে। তারা যেন তাদের বিমান কখন ছাড়বে তা আগে থেকে চেক করে নিয়ে তারপর বিমানবন্দরে যান। তাদের যাত্রার জন্য অতচিরিক্ত সময়ও দেয়া হবে।''

একদিন আগেই পরিবেশকর্মীরা জার্মানির কোলন/বন বিমানবন্দরে বিক্ষোভ দেখিয়েছিলেন। তারা বিমানের রানওয়েতে গিয়ে বসে পড়েছিলেন।

এই পরিবেশবাদী সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সপ্তাহজুড়েই তারা বিক্ষোভ দেখাবে। বুধবার তারা নরওয়ের ওসলো বিমানবন্দরেও বিক্ষোভ দেখিয়েছে। তারা প্যারিসের অলিম্পিককেও টার্গেট করবে কিনা তা জানায়নি।

২০২১ সালে এই লাস্ট জেনারেশন পরিবেশবাদী সংগঠন তৈরি হয়। নাম থেকেই স্পষ্ট, এই সংগঠনের সদস্যরা মনে করেন, চরম পরিবেশগত বিপর্যয়ের আগে তারাই শেষ প্রজন্ম। জার্মানিতে সংগঠনের সদস্যরা রাস্তা ও বিমানবন্দরের রানওয়ে অবরোধ করে তাদের প্রতিবাদ জানান।

জিএইচ/এসজি(ডিপিএ, রয়টার্স)