1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
প্যানোরামানেদারল্যান্ডস

ফ্যাটবাইক নিয়ে বিপাকে আমস্টারডাম

২৯ নভেম্বর ২০২৪

কেউ কেউ মনে করেন ফ্যাটবাইক নামের ওভারসাইজড টায়ারযুক্ত বাইসাইকেলগুলো আমস্টারডামকে অনিরাপদ করে তুলছে৷ কারণ সাইক্লিংয়ের শহরটিতে এই ই-বাইকগুলো প্রায়ই স্পিডলিমিটের চেয়ে বেশি গতিতে চলে৷

https://p.dw.com/p/4na25
নেদারল্যান্ডসের সড়কে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যাওয়া একটি ফ্যাটবাইক
ফ্যাটবাইকের মতো মোটা চাকার ই-বাইকগুলো অনেক গতিতে চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে৷ছবি: Erik Haverhals/ANP/picture alliance

সাইকেলের জন্য ইউরোপের অন্যতম সেরা শহর আমস্টারডাম৷ এটি চমৎকার সব কাঠামো এবং অলস মনোভাবের জন্য পরিচিত৷ তবে সেখানে এক বিপজ্জনক চর্চা ক্রমশ বেড়ে চলেছে৷ ফ্যাটবাইকের মতো মোটা চাকার ই-বাইকগুলো মোপেডের মতো গতিতে চলে৷ এবং এর ফলে দুর্ঘটনা ঘটছে৷ রামোনা এর ভুক্তভোগী৷

তিনি বলেন, ‘‘আমি আমস্টারডামের এক পার্কের ইন্টারসেকশনে পৌঁছানোর পর ঝোপঝাড়ের ভেতর দিয়ে পরিস্কার দেখতে পাচ্ছিলাম না৷ এটা অতিসরল শোনাতে পারে, কিন্তু আমি সেখানে ঘন্টায় ৪৫ কিলোমিটার গতির কোনো সাইকেল আশা করিনি৷''

এমনকি ফ্যাটবাইকেরক্ষেত্রেও এটা অনেক দ্রুত গতি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই আমস্টারডাম কর্তৃপক্ষ এক বিশেষ ট্রেডমিলের মাধ্যমে যাচাই শুরু করেছে৷ এগুলো ঘন্টায় ২৫ কিলোমিটারের বেশি গতিতে চালানোর অনুমিত নেই৷ 

ই-বাইকের বিপত্তি

সমস্যা হচ্ছে বাজারে সহজলভ্য ফ্যাটবাইকগুলোকে সহজেই টেম্পার করা যায়৷ ইউরোপের বাইরের মডেলগুলো প্রায়ই নিম্নমানের হয় এবং সেগুলো সহজে বদলানো যায়৷ এই ইবাইকগুলো মুহূর্তের মধ্যে ঘন্টায় ২৫ কিলোমিটারের গতিসীমা অতিক্রম করতে পারে৷

এবং ঘন ট্রাফিকের মধ্যে এরকম স্পিডিং একেবারেই উচিত নয়৷

পুলিশ সদস্য লুক ফান ফ্রিসলান্ড বলেন, ‘‘লাইসেন্স প্লেট, হেলমেট, বয়সসীমা এবং ড্রাইভিং লাইসেন্সের বাধ্যবাধকতা চালু করা যেতে পারে৷ এটা সবচেয়ে ভালো সমাধান হবে৷ কারণ অধিকাংশক্ষেত্রে ১৬ বছরের কম বয়সিরা দুর্ঘটনায় পড়ছে৷''

আর কোনো কিছু ঠিকভাবে না হলে ফ্যাটবাইক দ্রুত ভেঙ্গে যায়৷ কারণ এগুলো এত দ্রুতগতিতে চলার জন্য তৈরি করা হয়নি৷

রামোনার দুর্ঘটনাটি আরো ভয়াবহ হতে পারতো৷ সৌভাগ্যক্রমে তার সন্তান সাইকেলের পেছনে বসা ছিল, সামনে নয়৷ তিনি বলেন, ‘‘আমরা খুবই সৌভাগ্যবান ছিলাম৷ এক তরুণ মাথা দিয়ে আমার কলার বোনে আঘাত করেছিল৷ একটা কালশিটে দাগ হয়েছিল৷ সে আমার সন্তানের মাথায়ও আঘাত করতে পারতো৷ সবমিলিয়ে আমরা সৌভাগ্যবান ছিলাম৷''

ফ্যাটবাইক দেখতে যতটা মজবুত বাস্তবে আসলে ততটা মজবুত নয়৷ তাই সাবধান৷

প্রতিবেদন: সি. কোল্ডেন, এ. ভার্ডেনবাখ্/এআই