ফেসবুকে ভালাবাসার জোয়ারে সিক্ত সাকিব
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিবকে নিয়ে ফেসবুকে কমপক্ষে ৩০টি পাতা রয়েছে৷ এসব পাতায় ভক্তের সংখ্যা দুই লক্ষাধিক৷ সবচেয়ে জনপ্রিয় পাতাটি আছে সাকিবডট আলডট হাসান নামে৷ এখানে সাকিবের এক লাখ ছয় হাজার ভক্তের সরব উপস্থিতি৷ পাতার নিয়ন্ত্রকদের দাবি, সাকিব নাকি এটি সম্পর্কে জানেন৷ এবং এটাই ভক্তদের জন্য তাঁর আনুষ্ঠানিক পাতা৷ সেখানে ভক্ত হামিদুল্লাহ ফকিরের পরামর্শ, ‘‘তামিমকে বেশি ওভার খেলাবার ব্যবস্থা কর৷ আমরা ফাইনালের স্বপ্ন দেখতেছি৷'' আরেক তন্বী ভক্তের জিজ্ঞাসা, ‘‘হাই সাকিব, কেমন আছো?''
সে যাই হোক, শুধু পাতা বানিয়েই ক্ষান্ত নন সাকিব ভক্তরা৷ গোটা চল্লিশেক গ্রুপও রয়েছে সাকিবের নামে৷ এই বিশ্ব সেরা অল-রাউন্ডারের নানা গুনকীর্তন হচ্ছে এসব গ্রুপে৷ এক ভক্তের মন্তব্য, ‘‘আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচে কিছু একটা চাই বস্৷’’
তবে, একটি গ্রুপে দেখা গেলো সাকিবের নামে নানা অশ্লীল ওয়েবসাইটের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে৷ গ্রুপের নিয়ন্ত্রকরা সম্ভবত এই দিকে উদাসীন৷
ফেসবুকে কারো নামে পাতা বা গ্রুপ খোলা নিয়ে বিশেষ বিপত্তি নেই৷ তবে, ব্যক্তি হিসেবে অন্যের নাম বা ছবি ব্যবহার করে প্রোফাইল তৈরি কিন্তু ফেসবুক নীতিতে সমাচীন নয়৷ অবশ্য এসব নীতি মানতে রাজি নন সাকিব ভক্তরা৷ তাঁর নামে প্রোফাইল আছে অন্তত ২৫টি৷ সাকিবের ছবি দিয়ে গড়া এসব প্রোফাইলের ভাবখানা এমন, আমিই সাকিব৷
সে যাই হোক, ফেসবুকে সাকিব-আল-হাসানকে নিয়ে এমন উত্তাপ বেশ উপভোগ করছেন ভক্তরা৷ বিশেষত, তাঁর নানা রকম ছবির নিচে মন্তব্যগুলোও বেশ রসালো৷ দু'য়েক জন নারী ভক্ত তাঁকে প্রেম প্রস্তাবও দিয়ে রেখেছেন ফেসবুকেই৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: ফাহমিদা সুলতানা