1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধস্পেন

ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবাকে ছুরিকাঘাত

১৫ আগস্ট ২০২৪

স্পেনের ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই ছুরিকাঘাতের শিকার হয়েছেন বলে বুধবার স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে৷

https://p.dw.com/p/4jUBw
বাবা মুনির নাসরাউই এর সঙ্গে স্পেনের ফুটবল তারকা লামিন ইয়ামাল
জুলাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা স্প্যানিশ দলের সদস্য ছিলেন ইয়ামালছবি: Peter Schatz/picture alliance

সংবাদমাধ্যম লা ভ্যানগার্ডিয়া বলেছে, লামিন ইয়ামালের বাবার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল আছে৷

কাতালান পুলিশ এই ঘটনার তদন্ত করছে৷ তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য তারা প্রকাশ করেনি৷

বার্সেলোনা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে রোকাফোন্ডায় ঘটনাটি ঘটেছে৷ এই জায়গাতেই ইয়ামালের শৈশব কেটেছে এবং এখানেই তার বাবা ও দাদি এখনও বসবাস করেন৷

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে লা ভ্যানগার্ডিয়া বলেছে, ইয়ামালের বাবা তার কুকুর নিয়ে হাঁটার সময় একদল লোক তাকে ঘিরে ধরেন৷ এ সময় তাদের সাথে তার বাকবিতণ্ডা হয়৷ পরবর্তীতে ফিরে এসে তাকে ছুরিকাঘাত করে তারা৷ তাকে কাছের কান রুতি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

এবার ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ১৬ বছর বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছেন ইয়ামাল৷ বার্সেলোনা ও স্পেনের হয়েও সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে  অভিষেক হয়েছে তার৷ লা লিগা ও স্পেনের জাতীয় দলের হয়ে গোল করেও রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি৷

ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল করেছেন ইয়ামাল৷ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে তার দল চ্যাম্পিয়ন হয়েছে৷ আসরের সেরা তরুণ খেলোয়াড়ের পদক জিতেছেন লামিন ইয়ামাল৷

এফএস/এসিবি (এএফপি, ইএফই, রয়টার্স)