1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধফিনল্যান্ড

‘ফিনল্যান্ডে স্কুলে গুলির কারণ বুলিং'

৫ এপ্রিল ২০২৪

ফিনল্যান্ডে মঙ্গলবার এক স্কুলে ১২ বছরের এক ছেলের গুলিতে তার এক সহপাঠী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ বুলিংয়ের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷

https://p.dw.com/p/4eSDv
ফিনল্যান্ডের স্কুলের সামনে পুলিশের গাড়ি
হত্যাকাণ্ড বুলিংয়ের কারণে হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশছবি: Jussi Nukari/dpa/Lehtikuva/picture alliance

বৃহস্পতিবার এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘‘কাজটি যে পূর্বপরিকল্পিত তার প্রমাণ প্রাথমিক তদন্তে পাওয়া গেছে৷'' একটি ফোন ও কম্পিউটারে পাওয়া তথ্যের ভিত্তিতে এমনটা মনে করছে পুলিশ৷

বিবৃতিতে সন্দেহভাজন হত্যাকারী যে বুলিংয়ের শিকার হয়েছিল তা নিশ্চিত করা হয়েছে৷ তবে স্কুল কর্তৃপক্ষ সে বিষয়টি জানতো কিনা সে ব্যাপারে বুধবার কোনো মন্তব্য করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷

রাজধানী হেলসিংকির কাছে অবস্থিত এক শহরে ঐ হামলার ঘটনায় আরো দুইজন আহত হয়েছে৷

সন্দেহভাজন হত্যাকারীর বয়স কম হওয়ায় আদালতে তার বিচার করা সম্ভব নয়৷ তাই তাকে সোশ্যাল সার্ভিসের কাছে রাখা হয়েছে৷ হামলার বিষয়টি সে স্বীকার করেছে৷

ফিনল্যান্ডে ২০০৭ ও ২০০৮ সালে স্কুলে গোলাগুলির ঘটনার পর ২০১০ সালে বন্দুক সংক্রান্ত আইন কঠোর করা হয়৷ লাইসেন্স আবেদনকারীর বয়স ১৮ থেকে বাড়িয়ে ২০ করা হয়৷

পুলিশ বলছে, ১২ বছরের ছেলেটি কীভাবে বন্দুক পেলো তা প্রাথমিকভাবে বোঝা গেছে৷ বন্দুকটি তার এক আত্মীয়ের ছিল৷ তবে আরো তদন্ত করা হবে বলেও পুলিশ জানিয়েছে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি)