dw.com এর বেটা সংস্করণ ভিজিট করুন৷ আমাদের কাজ এখনো শেষ হয়নি! আপনার মতামত সাইটটিকে আরো সমৃদ্ধ করতে পারে৷
ষোড়শ শতাব্দি থেকে শুরু করে ইমপ্রেশনিস্ট যুগের শিল্পীদের আঁকা সবজি, ফুল আর ফলের স্টিল লাইফ ছবি কার না নজর কাড়ে! কিন্তু এই শিল্পীরা আজকের যুগে হলে কেমন ছবি আঁকতেন? বিশেষ করে সুপারশপগুলোতে যেখানে সবকিছুই মোড়ানো থাকে প্লাস্টিকে? সেটিই চিত্রায়ন করার চেষ্টা করছেন এ যুগের কয়েকজন শিল্পী৷ উদ্দেশ্য প্লাস্টিকের বিরুদ্ধে মানুষকে সচেতন করা৷