1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাবনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

১০ সেপ্টেম্বর ২০১২

ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে বাংলাদেশের নাম৷ একটু অবাক এবং হতাশ করা খবর হলেও খবরের শেষে রয়েছে আশার আলো৷ ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগে একজনকে ক্রিকেটে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি৷

https://p.dw.com/p/165mD
Bangladesh's fielders celebrate after teammate Mashrafe Mortaza (2nd L) dismissed Pakistan's Nasir Jamshed during their Asia Cup cricket tournament final match in Dhaka March 22, 2012. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: SPORT CRICKET)
ছবি: Reuters

শরিফুল হক প্লাবন এখন ক্রিকেটাঙ্গনে নিষিদ্ধ এক নাম৷ বাংলাদেশের এ ক্রিকেটার অনেক দিন পর আবার খবরে এসেছেন৷ ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে তাঁকে৷ ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বললেন, সঠিক তদন্তের পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকলে এর ফল ভালোই হবে৷

কিন্তু তদন্ত যে হয়েছে এমন তথ্য তো এর আগে প্রচার মাধ্যমের খবরে আসেনি৷ হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শরিফুল হকের বিরুদ্ধে তাঁরা ম্যাচ পাতানোয় জড়িত থাকার প্রমাণ পেয়েছেন৷ আর তাই আজীবন নিষিদ্ধ করা হয়েছে তাঁকে৷

প্রশ্ন হলো, কেউ কি একা ম্যাচ পাতাতে পারেন? না পারলে শুধু শরিফুল হক প্লাবন কেন? বিপিএল-এ পাকিস্তানি এক ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল৷ তদন্ত না করে তাঁকে কেন তখন ছেড়ে দেয়া হলো? এসব প্রশ্নের অনেকগুলোরই জবাব পাওয়া যেতে পারে বিসিবি'র কথিত তদন্তের রিপোর্ট প্রকাশিত হলে৷ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, ম্যাচ পাতানোর শাস্তি সবচেয়ে কঠিনই হওয়া উচিত৷ সুতরাং শাস্তির মাত্রা নিয়ে কোনো কথা নেই৷ উপযুক্ত তদন্ত শেষে শাস্তি দেয়া হয়েছে কিনা, সব দোষী শাস্তি পেলো কিনা সেটাই দেখার বিষয়৷ তদন্ত রিপোর্ট হাতে পেলেই সেসব বিষয় পরিষ্কার হবে৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য