প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে যা যা করতে চান ট্রাম্প
নির্বাচনি প্রচারের সময় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট হলে বিভিন্ন পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডনাল্ড৷ ট্রাম্পের উল্লেখযোগ্য এমন কয়েকটি পরিকল্পনার কথা থাকছে ছবিঘরে...
অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানো
নির্বাচনি প্রচারে বার বার দেশটিতে থাকা অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প৷ পিউ রিসার্চের গবেষণা বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা প্রায় এক কোটি দশ লাখ৷ বিশাল সংখ্যক এই অভিবাসীদের ফেরত পাঠাতে মোটা অংকের অর্থ ব্যয় করতে হবে ট্রাম্পকে৷ হিসাব অনুযায়ী, এই গণপ্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে ট্রাম্প প্রশাসনকে সাড়ে ৩১ হাজার ৫০০ কোটি ইউরো গুণতে হবে৷
ইউক্রেন যুদ্ধ থামানো
ক্ষমতায় আসলে ইউক্রেন যুদ্ধ থামানোর কথা বলেছিলেন ট্রাম্প৷ যদিও আড়াই বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি কী কৌশল অবলম্বন করবেন সে বিষয়ে বিস্তারিত জানাননি৷ ক্ষমতায় আসলে এই যুদ্ধ খুব দ্রুতই থামানো হবে বলে জানিয়েছেন৷ নির্বাচনের এক মাস আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাতের আগে তিনি জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং জেলেনস্কির সাথে তার ভাল সম্পর্ক রয়েছে৷
মধ্যপ্রাচ্যে শান্তি চান ট্রাম্প
নির্বাচনি প্রচার জুড়েই ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কথা বারবার বলেছেন৷ গত এক বছর ধরে চলা গাজার সামরিক অভিযানে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় এই অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল যুক্তরাষ্ট্র, মিশর, কাতারসহ অনেক দেশ৷ কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি সেটি পারবেন? নির্বাচনে জয়ের পরে দেওয়া বক্তৃতায়ও যুদ্ধ বন্ধ করবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প৷
চীনা পণ্যে ৬০ ভাগ ট্যারিফ?
বাণিজ্য ঘাটতি কমাতে বিদেশি পণ্যের ওপর নতুন করে অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন ডনাল্ড ট্রাম্প৷ তবে চীনা পণ্যের ক্ষেত্রে এই অতিরিক্ত শুল্কের পরিমাণ ৬০ শতাংশ বাড়াতে চান তিনি৷ যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম আরও বাড়বে, যার কারণে চাপে পড়বেন ভোক্তারা৷
গর্ভপাত আইন
এবারের নির্বাচনি প্রচারে গর্ভপাতের ইস্যুটিও গুরুত্ব পেয়েছে৷ রিপাবলিকানদের একটি অংশের আগ্রহের কথা বিবেচনা করে ডেমোক্র্যাটিক কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পও বলেছিলেন, ক্ষমতায় এলে গর্ভপাতের অধিকার রদসংক্রান্ত আইনে স্বাক্ষর করবেন না৷ তবে রিপাবলকানরা এই বিষয়ে কোনো আইনি নিষেধাজ্ঞা আরোপ না করলেও গর্ভপাতের চিকিৎসার ওষুধ সীমিত করতে পারে৷
ক্যাপিটল ভবনের কয়েক দাঙ্গাকারীদের ক্ষমা
২০২০ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজয় পর তার সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা চালায়৷ এতে কয়েকজন নিহত হন৷ তখন ট্রাম্পের বিরুদ্ধে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগ আনা হয় এবং তার সমর্থকদের অনেককে দাঙ্গার অভিযোগে রাজনৈতিক বন্দি করা হয়৷ ক্ষমতায় গেলে তাদের কয়েকজনকে ‘মুক্তি’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প৷
আরআর/এফএস (ফরেন পিলিসি, পিএসবি, এপি, এএফপি, পিও রিসার্চ)