নাটকীয় নানা ঘটনার পর, তিন দিনেই শেষ হয় ক্রিকেটারদের সেই আন্দোলন৷ কিন্তু গুমোট ভাবটা রয়েই যায়৷ জাতীয় দলের ক্যাম্পে সাকিবের অনুপস্থিতি জন্ম দেয় নতুন প্রশ্নের৷ ডালপালা মেলতে থাকে নানা রকম শংকা৷ কিন্তু সেই শংকা যে এতোবড় হবে, তা ঘুনাক্ষরেও ভাবতে পারেননি দেশের ক্রিকেটামোদীরা৷
সবাইকে অবাক করে, দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান৷ শুধুমাত্র তথ্য গোপনের কারণে আইসিসির দেয়া এমন শাস্তি হতবাক করে সাকিবের সতীর্থ, সাবেক ক্রিকেটার, সংগঠক থেকে শুরু করে সাধারন ক্রিকেটপ্রেমীদের৷
২২ অক্টোবর নাজমুল হাসান পাপনের সেই জ্বালাময়ী সংবাদ সম্মেলন থেকে পাওয়া ইঙ্গিতের কারণেই কিনা সাকিবের এই নিষেধাজ্ঞায় বিসিবির মদদ থাকতে পারে বলে সাকিব ভক্তদের ধারনা৷ তাইতো পাপনের পদত্যাগ দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিল-মিটিংও করেছেন শিক্ষার্থীরা৷ আর সাকিবের নিজের জেলা মাগুড়ায় মানব বন্ধন করে নিষেধাজ্ঞা তুলে নিতে আইসিসির প্রতি আহবান জানান তার এলাকাবাসী৷
এ নিয়ে কথা হয় সাকিবের ফুপাতো ভাই ও সাবেক জাতীয় ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বলের সঙ্গে৷ তিনি বলেন, সাকিবের এই নিষেধাজ্ঞায় মুষড়ে পড়েছি আমরা৷ বিশেষ করে ওর মা৷ ছেলের এমন খবরে রীতিমতো ভেঙ্গে পড়েছেন৷ তবে সাকিবের বাবার মন খারাপ থাকলেও, মানসিকভাবে শক্ত আছেন৷
সাকিব এখন ঢাকাতে৷ তবে ফোনে প্রতিদিনই বাবা-মার সঙ্গে কথা বলছেন বলে জানান তার ফুপাতো ভাই৷ আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে নতুন করে মিছিল মিটিং কেউ যেন না করে, সে বিষয়ে বাবাকে অনুরোধ করেছেন সাকিব৷
মেহেদী হাসান উজ্জ্বল বলেন, সাকিবের পরিবারে আমরা যারা আছি তাদের এখন মন খারাপ থাকলেও, সবার বিশ্বাস সেরা ফর্ম নিয়েই জাতীয় দলে ফিরবেন সাকিব৷ ছোট বেলা থেকেই ওকে (সাকিব) দেখছি তো, মানসিকভাবে ভীষন শক্তিশালী৷ গতকাল বিকেলে উজ্জলের সঙ্গে এক আলাপ চারিতায় সাকিবের বাবা তাঁর মনে জমে থাকা এক স্বপ্নের কথা বলেন এভাবে, ‘‘দেখবি, সাকিব সাকিব হয়েই ফিরবে৷ আর আল্লাহ যদি সুস্থ রাখেন তবে ২০২৩ সালের বিশ্বকাপে ওর নেতৃত্বেই ফাইনাল খেলবে বাংলাদেশ৷''
-
অক্টোবরের সাকিব
ক্রিকেটারদের ধর্মঘট
ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ ১১ দফা দাবিতে সাকিবের নেতৃত্বে গত ২১ অক্টোবর অনির্দিষ্টকালের ধর্মঘটে যান ক্রিকেটাররা৷
-
অক্টোবরের সাকিব
বিদ্রোহ নয়
কাউকে কিছু না জানিয়েই ক্রিকেটাররা ধর্মঘটে গেলেও এটিকে বিদ্রোহ হিসেবে দেখেনি কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড৷ আলোচনার মধ্য দিয়ে দ্রুত সমস্যার সমাধান সম্ভব বলেও জানিয়েছিল বিসিবি৷
-
অক্টোবরের সাকিব
যড়যন্ত্র তত্ত্ব
ক্রিকেটাররা ধর্মঘটে যাওয়ার পরের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই কর্মসূচির পেছনে বিশেষ মহলের চক্রান্ত রয়েছে বলে দাবি করেন৷ একইসঙ্গে আলোচনার দুয়ার খোলা আছে বলেও জানান তিনি৷
-
অক্টোবরের সাকিব
'ষড়যন্ত্র নয়, রুটি-রুজির দাবি'
ক্রিকেটারদের আন্দোলনের পেছনে কোনো একটি মহলের ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন বিসিবি সভাপতি৷ তবে কোনো ষড়যন্ত্র নয় বরং এই আন্দোলনকে সাধারণ ক্রিকেটারদের অর্থনৈতিক নিরাপত্তার লড়াই বলে জানান ক্রিকেটারদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান৷
-
অক্টোবরের সাকিব
ধর্মঘটের অবসান
বিসিবির সঙ্গে বৈঠকে অধিকাংশ দাবি পূরণের আশ্বাস পেয়ে ২৩ অক্টাবর ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা৷ বিসিবি প্রধান জানান, ২৫ অক্টোবর থেকে ভারত সফরের পূর্ব নির্ধারিত ক্যাম্পে যোগ দেবেন জাতীয় দলের ক্রিকেটাররা৷
-
অক্টোবরের সাকিব
অনুশীলনে নেই সাকিব
ভারত সফরের আগে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন অধিনায়ক সাকিব অংশ নেননি৷ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে না থাকলেও অনুশীলনে ছিলেন ওপেনার ইমরুল কায়েস৷ সাকিব কেন অনুশীলনে অনুপস্থিত তখন কেউই তা জানত না৷
-
অক্টোবরের সাকিব
নিষিদ্ধ সাকিব
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর তা গোপন করায় বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে ২৯ অক্টোবর দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি৷
-
অক্টোবরের সাকিব
দুঃখ প্রকাশ সাকিবের
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে দুই বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান শাস্তি মেনে নিয়ে আইসিসির দুর্নীতিবিরোধী কার্যক্রমে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন৷
-
অক্টোবরের সাকিব
এমসিসি কমিটি থেকে পদত্যাগ
আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার পর ৩০ অক্টোবর এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে সরে দাঁড়ান সাকিব৷ ক্রিকেটের প্রাসঙ্গিক অনেক কিছু নিয়ে আলোচনা করে এই কমিটি৷ সমসাময়িক ক্রিকেটের আইন-কানুনসহ নানা পরিবর্তন ও ক্রিকেটের ভালো-মন্দ নিয়ে সুপারিশ করে আইসিসিকে৷
-
অক্টোবরের সাকিব
ট্রেনিংয়ের সুবিধা
নিষেধাজ্ঞা পেলেও সাকিবকে অনুশীলনের সুযোগ-সুবিধা দেবে বলে বিসিবি জানায়৷ তবে দলের সঙ্গে ট্রেনিং করতে পারবেন না তিনি৷
-
অক্টোবরের সাকিব
শাস্তি কমানোর আইনি দিক দেখছে বিসিবি
সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ কোনোভাবে খানিকটা হলেও কমানো যায় কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে ৩১ অক্টোবর জানায় বিসিবি৷ বোর্ডের আইনি দল এনিয়ে কাজ করছে বলে বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়৷
-
অক্টোবরের সাকিব
এমন মুখ দেখেনি কেউ
নিষিদ্ধ হওয়ার পর বিসিবিতে ৩০ মিনিট ছিলেন সাকিব৷ বিসিবি কর্তাদের সঙ্গে ১৫ মিনিট কথা বলেন, এরপর বিসিবির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আসেন তিনি৷ লিখিত বক্তব্য শেষে সাকিবকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ বিসিবি প্রধান পাপন সবাইকে থামিয় দিয়ে কথা বলেন, এসময় সাকিব তার পাশে দাঁড়িয়ে ছিলেন প্রায় মূর্তির মত৷
-
অক্টোবরের সাকিব
ঢাকা পড়ল নক্ষত্র
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড়ের আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷ আইসিসির নিষেধাজ্ঞায় ভক্তদের কাছে নক্ষত্রতুল্য এই ক্রিকেটারর ব্যাট-বল কিছুদিনের জন্য উঠিয়ে রাখতে হবে৷
-
অক্টোবরের সাকিব
ফিরবেন সাকিব
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে লম্বা সময়ের জন্য নিষেধাজ্ঞা পাওয়া সাকিব শিগগিরই ক্রিকেটে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি পাপন৷ কঠিন এই সময়ে বিসিবিসহ সর্বস্তরের মানুষও তাঁর পাশে থাকার অঙ্গিকার করেছে৷
-
অক্টোবরের সাকিব
শুধুই ফেরা নয়
নিষেধাজ্ঞার দিনটিতে সতীর্থদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা পেয়েছেন সাকিব৷ ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে ২০২৩ সালের বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই ফাইনালে খেলবে বাংলাদেশ৷
লেখক: শহীদুল ইসলাম
সাকিবের এই নিষেধাজ্ঞা নিয়ে কথা হয় তাঁর ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে৷ তিনি বলেন, সাকিব এমন একজন খেলোয়াড়, যিনি দলে থাকলে দলটা ১১ জনের নয়, হয়ে যায় ১২ জনের৷ কারণ তিনি ব্যাটিং এবং বোলিং দুটোতেই সমান পারদর্শী৷ ও না থাকায় আগামী এক বছর বাংলাদেশকে তাই ১১ জন নিয়েই খেলতে হবে৷ আর সাকিবের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই৷
আইসিসির সিদ্ধান্ত নিয়ে কোন প্রশ্ন তুলতে চান না সাকিবসহ বাংলাদেশের বেশীরভাগ ক্রিকেটারের মেনটর হিসেবে পরিচিত বিকেএসপির এই ক্রিকেট কোচ৷ তবে, এই অপরাধে এতবড় শাস্তি শুধু একজন ক্রিকেটারের জন্য নয়, গোটা ক্রিকেটের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেন নাজমুল আবেদিন ফাহিম৷
সাকিবের এই ঘটনা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শিক্ষা নেয়া উচিত বলে মনে করেন ফাহিম৷ তিনি বলেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে কিন্তু প্রতিবছরই ম্যাচ পাতানো বিষয়ে নানারকম কথা শোনা যায়৷ বিশেষ করে, খেলার আগেই খেলোয়াড়রা জেনে যান ম্যাচের ফলাফল৷ তরুণ ক্রিকেটারদের এই যে অনৈতিক বিষয়গুলোর পরিচয় করিয়ে দেন কর্মকর্তারা৷ সেই শিক্ষাটা কিন্তু তার মধ্যে রয়েই যায়৷ তাই এ বিষয়টিতে আরো বেশি সতর্ক এবং নজড় দিতে হবে বিসিবিকে৷
সাকিব সম্পর্কে নাজমুল আবেদিন আরো বলেন, দেখুন ক্রিকেটই তো জীবনের সবকিছু নয়৷ ও এরই মধ্যে দশ বারো বছর সেরা ক্রিকেটার হিসেবেই দলে খেলছে৷ নিষেধাজ্ঞা থেকে ফিরে আরো তিন চার বছর খেলবে৷ তবে, এখান থেকে সাকিব অনেক কিছু শিখবে৷ যেটা ও কাজে লাগাবে দেশের ক্রিকেট উন্নয়নে৷
প্রিয় পাঠক, আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷