1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রযুক্তির বাজারে আধিপত্য ফেরানোর পথে এওএল

২৯ সেপ্টেম্বর ২০১০

একটা সময় ছিল যখন ইন্টারনেট প্রযুক্তির জগতে নামজাদা কোম্পানি ছিল সাবেক অ্যামেরিকান অনলাইন বা এখনকার এওল৷ পুরনো সেই আধিপত্য ফিরিয়ে আনতে এবার আরও কয়েকটি ইন্টারনেট ওয়েবসাইটকে কিনে নিল এওল৷

https://p.dw.com/p/PPLg
Neues AOL Logo
এওএল এর লোগোছবি: AOL

প্রযুক্তির বাজারে ব্যবসা করতে হলে সর্বশেষ তথ্যটি জানার কোন বিকল্প নেই৷ এই প্রযুক্তির খবরাখবর যেসব ওয়েবসাইটে পাওয়া যায় তার মধ্যে অন্যতম টেকক্র্যাঞ্চ৷ যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর এই কোম্পানিটি পাঁচ বছর আগে কাজ শুরু করে এবং ইতিমধ্যেই বেশ নাম কুড়িয়েছে৷ তাই নিজের হারানো বাজার ফিরে পেতে এবার টেকক্র্যাঞ্চকে কিনে নিলেন এওএল এর চেয়ারম্যান টিম আর্মস্ট্রং৷ মঙ্গলবার দুই পক্ষ এই সংক্রান্ত একটি চুক্তি করেছে৷ তবে এই বেচাকেনার মূল্য কত সেটি জানানো হয়নি৷ খবর যতটুকু পাওয়া গেছে, তা হলো ২৫ থেকে ৪০ মিলিয়ন ডলার৷

আর্মস্ট্রং জানিয়েছেন, টেকক্র্যাঞ্চের কাজের ব্যাপারে তাঁদের কোন খবরদারি থাকবে না৷ জানা গেছে, এওএল এর একটি অংশ হিসেবে এখন কাজ করে যাবে টেকক্র্যাঞ্চ৷ প্রযুক্তি বিষয়ক যত খবরাখবর তারা প্রকাশ করবে, সেগুলো এখন এওএল এর ওয়েবসাইটেও পাওয়া যাবে৷ টেকক্র্যাঞ্চের প্রতিষ্ঠাতা মাইকেল আরিংটন জানিয়েছেন, কমপক্ষে তিন বছর তাঁরা এওএল এর সঙ্গে কাজ করবেন৷

এদিকে প্রযুক্তির খবরাখবরের পাশাপাশি ভিডিও সেবা আরও উন্নত করার পদক্ষেপ নিয়েছে এওএল৷ এজন্য তারা কিনে নিয়েছে অন্যতম জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ফাইভমিন মিডিয়াকে৷ নিউইয়র্কের এই ওয়েবসাইটটি ২০০৬ সালে চালু হয়৷ ওয়েবসাইটটিতে এক হাজারেরও বেশি কোম্পানির দুই লাখের বেশি ভিডিও রয়েছে৷ শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য সহ নানা বিষয়ে মজার মজার সব ভিডিও দেখা যায় ফাইভমিন ওয়েবসাইটটিতে৷ জানা গেছে, এওএল ৫০ থেকে ৬৫ মিলিয়ন ডলারের বিনিময়ে এই ভিডিও ওয়েবসাইটটিকে কিনে নিয়েছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়