প্রবল বৃষ্টিতে ভাসলো মুম্বই, রাস্তায় জল, স্কুল, কলেজ বন্ধ
বুধবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসলো মুম্বই। রাস্তায় জল জমে গেলো। বিশাল ট্রাফিক জ্যাম। আবহাওয়ার কারণে বিমান পরিষেবা ব্যাহত।
প্রবল বৃষ্টি
বিকেল পাঁচটা থেকে রাত ১০টার মধ্যে মুম্বই ও তার আশপাশের এলাকায় ১৮৬ থেকে ২৫৯ মিলিমিটার বৃষ্টি হলো। রাত বারোটার পর বৃষ্টা থামলেও ততক্ষণে শহর ভেসে গেছে। জনজীবন বিপর্যস্ত।
রাস্তায় জল
মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় জল দাঁড়িয়ে যায়। শহরের নিচু এলাকাগুলি ভেসে যায়। যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলতে থাকে। বিশাল যানজট দেখা দেয়। রাস্তায় অনেক গাড়ি খারাপ হয়ে যায়।
বৃষ্টির ফলে
রাত দশটা পর্যন্ত দশটি বিমান মুম্বইতে নামতে পারেনি। তাদের হায়দরাবাদ বা অন্য শহরে পাঠিয়ে দেয়া হয়। দিল্লি থেকে মুম্বইগাামী বিমান হায়দরাবাদে পাঠানো হয়। অনেক বিমান মুম্বইয়ের উপর বেশ কিছুক্ষণ ধরে চক্কর কাটার পর ফিরে যেতে বাধ্য হয়। ভিসাত্রা ও স্পাইসজেট সামাজিক মাধ্যমে জানায়, খারাপ আবহাওয়ার জন্য তাদের বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। শহরতলির ট্রেল চলাচলও বিপর্যস্ত হয়ে যায়।
আবহাওয়া দপ্তরের রেড অ্যালার্ট
আবহাওয়া দপ্তর মুম্বই ও তার আশপাশের এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে। মুম্বই ছাড়াও পালঘর, নাসিক, থানে, রাইগড়, পুনেতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
স্কুল-কলেজ বন্ধ
প্রবল বৃষ্টি ও আবহাওয়া দপ্তরের রেড অ্যালার্টের পরিপ্রেক্ষিতে সব স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, খুব দরকার না পড়লে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন নেই।
একজনের মৃত্যু
আন্ধেরিতে এক নারী খোলা ম্যানহোলে পড়ে যান। জল জমে থাকায় তিনি ম্যানহোল যে খোলা আছে তা খেয়াল করতে পারেননি। পরে উদ্ধারকারী দল তার মৃতদেহ উদ্ধার করে।
কেন এত বৃষ্টি?
আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপজনিত আবহাওয়াগত কারণে এই বৃষ্টি হয়েছে। এর ফলে সপ্তাহের বাকি দিনগুলিতেও অনেকখানি জায়গা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।