1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইটালি

প্রধানমন্ত্রীকে গালি দেয়ায় লেখক কাঠগড়ায়

১৬ নভেম্বর ২০২২

টক শো-তে ইটালির ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির সমালোচনা করতে গিয়ে গালি দিয়ে বসেছিলেন লেখক রবার্তো সাভিয়ানো৷ সেকারণে করা মানহানির মামলার শুনানি শুরু হয়েছে৷

https://p.dw.com/p/4JbtT
রোমের আদালতে মামলার শুনানি শেষে লেখক রবার্তো সাভিয়ানো
রোমের আদালতে মামলার শুনানি শেষে লেখক রবার্তো সাভিয়ানোছবি: Angelo Carconi/ZUMA/IMAGO

ঘটনাটি ঘটেছিল ২০২০ সালে৷ কট্টর ডানপন্থি মেলোনি তখন বিরোধী দলের নেত্রী৷ ওপেন আর্মস উদ্ধার জাহাজ তখন ভূমধ্যসাগর থেকে ১১১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ তাদের মধ্যে গিনি থেকে আসা ছয় মাস বয়সি শিশু জোসেফও ছিল৷ কিন্তু চিকিৎসাসেবা না পেয়ে জোসেফ মারা যায়৷ এক টেলিভিশন টক-শো-তে ওই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়েই অভিবাসনবিরোধী অবস্থানের জন্য মেলোনিকে বাস্টার্ড, অর্থাৎ জারজ বলে ফেলেন সাভিয়োনি৷ পরে তিনি অবশ্য বলেছিলেন ‘বাস্টার্ড' শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেননি৷ তার মতে, মেলোনি যে বলেছিলেন, অভিবাসনপ্রত্যাশীদের প্রয়োজনে ডুবিয়ে মারা যেতে পারে, তবে আশ্রয় দেয়া কখনোই উচিত নয়, সেটাকে তার (সাভিয়োনি) কোনো স্বাভাবিক রাজনৈতিক মতামত মনে হয়নি, তাই এক শিশুর মৃত্যুর প্রতিক্রিয়ায় গালিসূচক শব্দ প্রয়োগ করেছিলেন৷

সংবাদ সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি (ফাইল ফটো)
সংবাদ সম্মেলনে ইটালির প্রধানমন্ত্রী জর্জি মেলোনি (ফাইল ফটো)ছবি: Roberto Monaldo/LaPresse/AP/picture alliance

মঙ্গলবার রোমের আদালতে ইটালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জা মেলোনির মানহানির অভিযোগের মামলার শুনানি শুরু হয়৷ প্রথম দিনেই অবশ্য শুনানি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করে আদালত৷

এদিকে মেলোনির আইনজীবী লুচা লিব্রা জনিয়েছেন, লেখকদের আন্তর্জাতিক সংস্থা পেন ইন্টারন্যাশনাল সাভিয়োনির বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে৷ সেই অনুরোধ রক্ষার বিষয়টি বিবেচনা করে দেখছে সরকার৷

এসিবি/জেডএইচ (এএফপি, ইএফই, রয়টার্স)