1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রচণ্ড গরমেও অন্যরকম এক মুক্তির স্বাদ!

২০ জুন ২০২১

জার্মানিতে ভীষণ গরম পড়েছে৷ গ্রীষ্মের ফলমূল ও অন্যকিছুর দামও বেড়েছে কিছুটা, কিন্তু ভ্রুক্ষেপ নেই কারো৷ করোনা সংক্রমণ কমায় যে স্বস্তি ফিরে এসেছে তারই বহিঃপ্রকাশ সবার চোখেমুখে৷

https://p.dw.com/p/3vFDF
জার্মানিতে বিধিনিষেধ শিথিল হওয়ায় রেস্টুরেন্টের বাইরে বসে খাওয়া বা পান করার সুযোগ পাচ্ছেন মানুষ৷ ছবিটি ২২ মের৷ছবি: Andreas Gebert/Getty Images

গ্রীষ্মের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে অন্যান্য শীতপ্রধান দেশের মতো জার্মানির মানুষও৷ তাপমাত্রা  ৩২ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয় তবে অস্থির হয়ে ওঠে অনেকেই, যা স্বাভাবিক! আর গত কয়েদিন থেকে এমনই তাপমাত্রা চলছে জার্মানিতে৷ তবে এবার কিন্তু এত গরমেও অস্থিরতার বদলে বেশ আনন্দভাব দেখা যাচ্ছে মানুষের মধ্যে

জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সারা বিশ্বেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে৷ ১৫- ২০ বছর আগেও জার্মানিতে ফ্যানের কথা ভাবা যেত না আর আজকাল প্রায় সব বাড়িতেই রয়েছে ছোট বড় নানা ধরনের ফ্যান৷ এমন কি কোনো কোনো বাড়িতে আজকাল এসিও দেখা যায়৷গত কয়েক বছর থেকেই লক্ষ্য করছি হঠাৎ করে গরম পড়লেই দোকানের ফ্যানগুলো ঝটপট বিক্রি হয়ে যায়৷ এবার কিন্তু ফ্যান কেনার তেমন হিড়িক এখনও দেখিনি, যদিও তূলনামূলকভাবে দোকানেও কম যাওয়া হচ্ছে৷

করোনার কারণে গত গ্রীষ্ম প্রায় সবারই ঘরবন্দি কেটেছে৷ আনন্দ বা বিনোদনের কোনো সুযোগ ছিল না৷ খুব প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হয়নি৷ তবে এরই মধ্যে জার্মানির শতকরা প্রায় ৫০ভাগ মানুষেরই করোনার টিকা নেয়া হয়ে গেছে৷ ফলে স্বাভাবিকভাবেই মানুষ অনেকটা স্বস্তি বোধ করছেন৷ চারদিকে চলছে গ্রিল পার্টির আয়োজন৷

BdTD Deutschland Blumenmeer in Frankfurt
ফ্রাঙ্কফুর্টে একটি পার্কের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী৷ ছবি: Michael Probst/AP Photo/picture alliance

জার্মানিতে গ্রীষ্ম মানেই চোখ জুড়ানো ফুলের সমাহার! মজার সব আইসক্রিম খাওয়া, গ্রিল বা বারবিকিউ পার্টি, নানা রং এর হালকা পোশাক পরা মনের আনন্দে ঘুরে বেড়ানো বিভিন্ন বয়সের মানুষ! আর চলে দেশ বিদেশে ভ্রমণের হাজারো পরিকল্পনা৷ করোনা সব আনন্দই কেড়ে নিয়েছিল যা ধীরে ধীরে আবার ফিরে আসছে৷

তবে এবারের গ্রীষ্মে দেখা যাচ্ছে অনেক কিছুরই দাম বেড়েছে, বিশেষ করে গ্রীষ্মের ফল৷ জার্মানদের প্রিয় ফল লাল টুকটুকে রসালো স্ট্রবেরি৷ প্রচণ্ড গরমে আসক্রিমের সাথে এই ফল খেতে দারুণ সুস্বাদু! জার্মানিতে উৎপাদিত এক কেজি অর্গানিক স্ট্রবেরির মূল্য এবার নয় ইউরো! অর্থাৎ, প্রায়  ৯০০ টাকা৷ সুপারশপগুলোতে স্ট্রবেরি, চেরিসহ অন্যান্য গ্রীষ্মের ফলের দাম কিছুটা কম হলেও আগের তুলনায় অনেকটাই বেশি৷ করোনায় বিদেশ থেকে কৃষি শ্রমিকদের না আসতে পারাই মূল্য বৃদ্ধির প্রধান কারণ৷ তবে এ নিয়ে কারো তেমন মাথা ব্যথা নেই! বিভিন্ন দেশ থেকে বাঙালির প্রিয় ফল প্রচুর আম এসেছে বাজারে৷ অন্যান্য ফলের তুলনায় বিদেশি আমের দাম বেশ কম তবে স্বাদের দিক থেকে দেশি আমের ধারে কাছেও না! গরমকালে বাংলাদেশের মিষ্টি, রসালো আর  সুগন্ধী আম বড্ড ‘মিস' করি আমরা!

Nurunnahar Sattar, DW-Mitarbeiterin Bengali Programm
নুরুননাহার সাত্তার, ডয়চে ভেলেছবি: DW/A. Islam

এদেশে গ্রীষ্মকালে বিশেষকরে এমন তাপদাহে বিভিন্ন স্বাদের আইসক্রিমের চাহিদা অনেক! গতকাল তো বাজারে যেয়ে হতভম্ব, আমার পছন্দের সব আইসক্রিম বিক্রি হয়ে গেছে!  এদেশে ছেলে বুড়ো সবারই যে আইসক্রিম ভীষণ পছন্দ!  শুধু আইসক্রিম নয়,  গ্রিলের জন্য মেরিনেট করা বা কেটে রাখা মাংসের চাহিদা বেশি থাকায় সেগুলোও প্রায় সবই বিক্রি হয়ে গেছে৷ একে তো আবহাওয়া অনূকুলে তার ওপর সপ্তাহান্ত! 

প্রায় দেড় বছর ঘরবন্দি থাকার পর এবারের গরম এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছে৷ এ বছর গরমে শরীরের অস্বস্তির চেয়ে মনের আনন্দের মাত্রা বেশি, মানুষের চেহারা দেখে অন্তত তেমনটাই মনে হচ্ছে আমার৷

করোনায় শুধু খাবার জিনিস নয়, তাজা ফুলসহ চারাগাছের দামও বেশ বেড়েছে৷ তাই বলে কিন্তু কোনো বাগানে ফুলের কমতি নেই!

কয়েকদিনের গরমে চারপাশ কিছুটা দেখে কেবলই মনে হচ্ছে, মানুষ যেন আবার  মুক্তির স্বাদ গ্রহণ করছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান